SIR: বাড়ানো হবে এসআইআর-এর সময়সীমা?
BLO: বিএলও-দের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আর বেশি সময় হাতে নেই। কিন্তু এত কাজ এর মধ্যে কীভাবে শেষ হবে, সেটাই বুঝে উঠতে পারছেন না বিএলও-রা। বাড়ছে অসন্তোষ। এরই মধ্যে আবার ভুলের দায় নিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
আর মাত্র ২ সপ্তাহ সময় আছে। তার মধ্যে সব কাজ শেষ করতে হবে বলে নির্দেশিকা দেওয়া হয়েছে বিএলও-দের। কিন্তু কাজের চাপ এত বেশি, তা ২সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে সময়সীমা বাড়ানোর আর্জি জানাচ্ছেন তাঁরা। জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও-রা।
এদিকে আবার কমিশনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। বিএলও-রা যেহেতু ফর্মে সই করবেন, তাই তাঁদেরও দায় থাকবে। এই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এর ফলে তাঁরা মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন। আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

