নীল জগন্নাথ

গড়িয়ার বণিকদের রথবাড়িতে ২০১৪ পর্যন্ত জগন্নাথের মুখমন্ডলের রঙ ছিল নীল বর্ণের। সেই জগন্নাথের সূত্র ধরে টিভি নাইন বাংলা খুঁজল জগন্নাথের মুখমন্ডলের রঙের অতীত এবং বর্তমান।

নীল জগন্নাথ
| Edited By: | Updated on: Jul 10, 2021 | 11:26 PM

আজও আমাদের এই বাংলার বিভিন্ন অঞ্চলে রথের মেলায় পাওয়া যায় নীল বর্ণের জগন্নাথ পুতুল। ভাবতে অবাক লাগে এই নীল রঙের ব্যবহারের মধ্যে লুকিয়ে আছে বাংলার সংস্কৃতির একটা আবহমান ধারা ! গড়িয়ার বণিকদের রথবাড়িতে ২০১৪ পর্যন্ত জগন্নাথের মুখমন্ডলের রঙ ছিল নীল বর্ণের। সেই জগন্নাথের সূত্র ধরে টিভি নাইন বাংলা খুঁজল জগন্নাথের মুখমন্ডলের রঙের অতীত এবং বর্তমান। বাংলার প্রাচীন লোক সংস্কৃতির ইতিহাস ও লোককথায় দেখা যায় অতীতে বাংলায় জগন্নাথের মুখমণ্ডলের রঙ নীলই ছিল। বাংলাদেশের চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে এখনও নীল জগন্নাথ পূজিত হন। পাবনা , কুমিল্লা , রায়গঞ্জ , রাউজান পাহাড়তলী সড়কের ঊনসত্তরপাড়া, সিলেটের হবিগঞ্জ কিংবা চট্টগ্রামের মতলবের জগন্নাথও নীল বর্ণের। এছাড়াও দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ , শ্রীরঙ্গম আর ওড়িশার রায়গড়া এ নীল বর্ণের জগন্নাথ দেখা যায়। এছাড়াও গুজরাট , মধ্যপ্রদেশ, আসাম আর কাশ্মীরে নীল বর্ণের জগন্নাথ দেখা যায়।

Follow Us: