নীল জগন্নাথ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: aryama das

Updated on: Jul 10, 2021 | 11:26 PM

গড়িয়ার বণিকদের রথবাড়িতে ২০১৪ পর্যন্ত জগন্নাথের মুখমন্ডলের রঙ ছিল নীল বর্ণের। সেই জগন্নাথের সূত্র ধরে টিভি নাইন বাংলা খুঁজল জগন্নাথের মুখমন্ডলের রঙের অতীত এবং বর্তমান।

আজও আমাদের এই বাংলার বিভিন্ন অঞ্চলে রথের মেলায় পাওয়া যায় নীল বর্ণের জগন্নাথ পুতুল। ভাবতে অবাক লাগে এই নীল রঙের ব্যবহারের মধ্যে লুকিয়ে আছে বাংলার সংস্কৃতির একটা আবহমান ধারা ! গড়িয়ার বণিকদের রথবাড়িতে ২০১৪ পর্যন্ত জগন্নাথের মুখমন্ডলের রঙ ছিল নীল বর্ণের। সেই জগন্নাথের সূত্র ধরে টিভি নাইন বাংলা খুঁজল জগন্নাথের মুখমন্ডলের রঙের অতীত এবং বর্তমান। বাংলার প্রাচীন লোক সংস্কৃতির ইতিহাস ও লোককথায় দেখা যায় অতীতে বাংলায় জগন্নাথের মুখমণ্ডলের রঙ নীলই ছিল। বাংলাদেশের চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে এখনও নীল জগন্নাথ পূজিত হন। পাবনা , কুমিল্লা , রায়গঞ্জ , রাউজান পাহাড়তলী সড়কের ঊনসত্তরপাড়া, সিলেটের হবিগঞ্জ কিংবা চট্টগ্রামের মতলবের জগন্নাথও নীল বর্ণের। এছাড়াও দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ , শ্রীরঙ্গম আর ওড়িশার রায়গড়া এ নীল বর্ণের জগন্নাথ দেখা যায়। এছাড়াও গুজরাট , মধ্যপ্রদেশ, আসাম আর কাশ্মীরে নীল বর্ণের জগন্নাথ দেখা যায়।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla