Kolkata Metro: ১ ঘণ্টা আটকে মেট্রোয়, বেরিয়ে যাত্রী কী বললেন শুনুন শুধু
Kolkata: তারপর দেখা গেল টলিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে লাইন দিয়ে পায়ে হেঁটে এগিয়ে গেলেন তাঁরা। জানা যাচ্ছে, আপ লাইনে থাকা মেট্রো রেকে ইমারজেন্সি ব্রেক লেগে গিয়েছে। যে কারণে ওই রেকটিকে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। নতুন রেক নিয়ে আসা হচ্ছে। তাতেই যাত্রীদের তুলে গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হবে।
প্রায় এক ঘণ্টা বসে ছিলেন মেট্রোর মধ্যে। কারণ, আবারও ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। নেতাজি মেট্রো স্টেশন (কুঁদঘাট) আর টালিগঞ্জ স্টেশনের মাঝে বহুক্ষণ দাঁড়িয়ে রইল মেট্রো। যার জেরে প্রবল অস্বস্তিতে মানুষজন। তারপর দেখা গেল টলিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে লাইন দিয়ে পায়ে হেঁটে এগিয়ে গেলেন তাঁরা। জানা যাচ্ছে, আপ লাইনে থাকা মেট্রো রেকে ইমারজেন্সি ব্রেক লেগে গিয়েছে। যে কারণে ওই রেকটিকে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। নতুন রেক নিয়ে আসা হচ্ছে। তাতেই যাত্রীদের তুলে গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হবে।
Latest Videos
