Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hrithik Roshan: কোন ছবি সামনে আসতেই চর্চা তুঙ্গে?

Hrithik Roshan: কোন ছবি সামনে আসতেই চর্চা তুঙ্গে?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 29, 2024 | 12:18 AM

হৃত্বিক রোশনের জীবনে আবার ফিরলেন সুজান খান? কোন ছবি সামনে আসতেই চর্চা তুঙ্গে! জুটির ছেলে স্নাতক হল। আর সেই সেলিব্রেশনে সামিল হলেন তাঁরা। না, কারও জীবনে কেউ ফিরলেন না, কেবল সন্তানদের মুখ চেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।

হৃত্বিকের জীবনে সুজান?
হৃত্বিক রোশনের জীবনে আবার ফিরলেন সুজান খান? কোন ছবি সামনে আসতেই চর্চা তুঙ্গে! জুটির ছেলে স্নাতক হল। আর সেই সেলিব্রেশনে সামিল হলেন তাঁরা। না, কারও জীবনে কেউ ফিরলেন না, কেবল সন্তানদের মুখ চেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।

জাহ্নবীর বিয়ে?
জাহ্নবী কাপুর নাকি বিয়ে করতে চলেছেন! শীঘ্রই নাকি তাঁর দীর্ঘদিনের প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন! একই সঙ্গে গুঞ্জন রটে যায় যে তিনি নাকি ছোটখাটো অনুষ্ঠান করেই বিয়ে করবেন। তবে এই কথা কানে যেতেই জাহ্নবী বললেন, যা খুশি তাই নাকি!

গ্যাংস্টার আবু সালেমকে জড়িয়ে?
এ বার লোকসভা ভোটে মান্ডি থেকে বিজেপির হয়ে প্রতিযোগিতা করতে দেখা যাচ্ছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। একদিকে গ্ল্যামারাস দুনিয়া ভুলে যখন মাঠে নেমে জোরদার প্রচার চালাচ্ছে কঙ্গনা ঠিক তখনই ভাইরাল হয়েছে এক ছবি। সে ছবিতে দেখা যাচ্ছে এক পুরুষকে হাতে পানীয় নিয়ে জড়িয়ে ধরে আছেন তিনি। আশ্চর্য, সেই পুরুষের সঙ্গে মিল রয়েছে কুখ্যাত গ্যাংস্টার আবু সালেমের! কঙ্গনার দাবি, ছবির ওই ব্যক্তি আদপে আবু সালেম নন। এক ছবির প্রচার করতে গিয়েই ওই ছবিটি তোলা হয়েছে। কঙ্গনা এও দাবি করেন বিরোধী দল তথা কংগ্রেস তাঁর নামে কুৎসা রটানোর জন্য ওই ছবি ভাইরাল করে অপপ্রচার করতে চাইছে।

মন্দাকিনী হতে চেয়েছিলেন দূরদর্শনের সীতা
রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়ালে সীতার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী দীপিকা চিখালিয়া। জানেন কি, ‘রাম তেরি গঙ্গা মেইলি’তে অভিনেত্রী মন্দাকিনী অভিনীত চরিত্রটিতে অভিনয় করতে চেয়েছিলেন এই দীপিকা। বয়স মাত্র ১৭ বলে ছবির নির্মাতা রাজ কাপুর তাঁকে সুযোগ করে দেননি। পরবর্তীকালে ছবিটি সিনেমাহলে দেখে আঁতকে উঠেছিলেন মন্দাকিনী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, “ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য।”

HIV-তে আক্রান্ত রাখী ?
সম্প্রতি রাখী সাওয়ান্তের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োতে অস্ত্রোপচারের পর রাখীকে হাঁটানোর চেষ্টা করছেন হাসপাতালের নার্স ও চিকিৎসকেরা। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছেন রাখী। ভেঙে পড়ছেন কান্নায়। এরই মধ্যে বলিউড স্পাইস নিউজের এক প্রতিবেদনের দাবি, রাখী নাকি এইআইভিতেও আক্রান্ত। তবে চিকিৎসক বা তাঁর পরিবারের তরফ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও মন্তব্য আসেনি।

আবেগপ্রবণ ঐন্দ্রিলার দিদি
মাত্র ২৪ বছর বয়সেই জীবনের প্রদীপ নিভে গিয়েছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। সারাটাক্ষণ তাঁকে মিস করে পরিবার। মঙ্গলবার বোনের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন তাঁর দিদি ডঃ ঐশ্বর্য শর্মা। তিনি লিখেছেন, “আমি তখন ক্লাস সেভেন, বোনু তখন ক্লাস ফোর।” যোগাযোগ করায় ঐশ্বর্য বলেছেন, “আমার বোনের কথা খুব মনে পড়ে। এরকম ছোটবেলার ছবি আরও পোস্ট করব।”

রেমালে মন্দারমণিতে অভিনেত্রী
রেমালের সতর্কতা সত্ত্বেও মন্দারমণিতে ছুট্টে গিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। সঙ্গে প্রেমিক রূপসজ্জা শিল্পী দীপঙ্কর রায়। অভিনেত্রীর সাফ বক্তব্য, “সকলেই আমাদের বকছেন। কিন্তু আমরা রেমালকে উদযাপন করতে এসেছি।”

মিমি-শাকিবের চমক
দুই বাংলায় তুফান তুলতে প্রস্তুত মিমি চক্রবর্তী এবং শাকিব খান। এটা তাঁদের জুটির প্রথম ছবি। এবার মুক্তি পেল ছবির গান। লাগে উরা ধুরা মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা জায়গা করে নেয়। পলকে বাড়ছে ভিউ, ভক্তরা পছন্দ করছেন ছবির ডান্স নম্বর।

কাকে ভালবাসা উজাড় কৌশাম্বীর?
গায়ে নতুন শাড়ি, স্লিভলেস ব্লাউজ, হাতে পরে রয়েছেন সোনা বাঁধানো শাঁখা-পলা ও নোয়া– নতুন বউয়ের সাজে সামনে এসেছেন কৌশাম্বী..আর সেই সঙ্গেই পোস্ট করেছেন এক আদুরে ছবিও.. পোষ্য চিনির সঙ্গে তাঁর মুহূর্ত করেছেন শেয়ার…ভালবেসে কাছে টেনেছেন আদৃত-প্রিয়া..

Published on: May 28, 2024 11:56 PM