Arijit Singh News: অরিজিৎ সিং যে এতটা রসিক মানুষ, তা আগে জানতেন?
শনিবার ভারত-পাক ম্যাচের আগে গান গেয়েছেন অরিজিৎ সিং। এ দিন আহমেদাবাদে বিমানবন্দরে পা দিতেই তাঁকে ঘিরে ধরে পাপারাৎজি। বিমানবন্দরে পা রাখতেই একের পর এক প্রশ্ন করা হয় তাঁকে। প্রশ্নবাণে জর্জরিত অরিজিৎ একগাল হেসে শুধু দেন একটাই উত্তর। মিডিয়ার সামনে বলেন, "আমার খিদে পেয়েছে। কিছু খাবার আছে?"
শুভমনের জন্য সলমনের বার্তা
ডেঙ্গি থেকে সেরেই ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচে খেলেছেন শুভমন গিল। আপামর ভারতবাসীর পাশাপাশি তা দেখে মাঠেই উৎসাহ দিয়েছেন সলমন খান। এ দিন শুভমনের প্রশংসা করে তিনি বলেন, “শুভমনের খেলা উচিত। তিনিও করোনা এবং ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ‘কিসি কি ভাই কিসি কা জান’-এর ক্লাইম্যাক্স শুটিং করেছিলেন।” শুভমনও প্রমাণ করেছেন নিজেকে।
কালীঘাটে বিদ্যা
শহর তখন ঘুম থেকে উঠে সবে আড়মোড়া ভাঙছে। চায়ের দোকানগুলো খুলেছে সবে। এমন সময়ে কালীঘাট চত্বরে হঠাৎই ব্যস্ততা। হবে নাই-বা কেন? মহালয়ার পুণ্য তিথিতে সেখানে হাজির অভিনেত্রী বিদ্যা বালান। শ্রীভূমির পূজা উদ্বোধন উপলক্ষে শহরে এসেছেন তিনি। কিন্তু তাই বলে কালীঘাটে পুজো দেবেন না, তা কী করে হয়?
অরিজিতের মজা
শনিবার ভারত-পাক ম্যাচের আগে গান গেয়েছেন অরিজিৎ সিং। এ দিন আহমেদাবাদে বিমানবন্দরে পা দিতেই তাঁকে ঘিরে ধরে পাপারাৎজি। বিমানবন্দরে পা রাখতেই একের পর এক প্রশ্ন করা হয় তাঁকে। প্রশ্নবাণে জর্জরিত অরিজিৎ একগাল হেসে শুধু দেন একটাই উত্তর। মিডিয়ার সামনে বলেন, “আমার খিদে পেয়েছে। কিছু খাবার আছে?”
প্রিয়াঙ্কার উচিৎ শিক্ষা!
প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর অর্থাৎ নিক জোনাসের দাদা জো জোনাসের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে সোফি টার্নারের, এ খবর কারও অজানা নয়। এতদিন দুই জা সোফি ও প্রিয়াঙ্কা চোপড়া ও সোফি ছিলেন গলায়-গলায় বন্ধু। কিন্তু পরিবারে ভাঙন ধরতেই দু’জনের সম্পর্ক যে তলানিতে পৌঁছেছে, তাঁর প্রমাণ পেয়েছেন নেটিজেনরা। ইনস্টাগ্রামে একদা দু’জনে মিলে ভালবাসার পোস্ট দিলেও আজ সবই অতীত। সোফিকে আনফলো করলেন প্রিয়াঙ্কা। নিন্দুকদের টিপ্পনি, ‘উচিৎ শিক্ষা’।
ভারতীয় সিরিয়ালকে তুলোধনা শর্মিলার
ব্রডকাস্টিং কনটেন্ট কমপ্লেইন্টস কাউন্সিলের সদস্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এক বৈঠকে ভারতীয় সিরিয়াল নিয়ে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন শর্মিলা। বলেছেন, এই ধরনের শাশুড়ি-বউমার কোন্দল দেখানো সিরিয়াল ক্রমে মানুষকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে।
অস্কারে অক্ষয়ের ছবি!
জাতীয় সিনেমা দিবসে ৯৯ টাকায় টিকিট বিক্রি হয়েছে সব ছবির। দর্শকের পছন্দের তালিকায় ছিল অক্ষয় কুমার অভিনীত ‘মিশন রানিগঞ্জ’ও। হাউজ়ফুল ছিল ছবি। নির্মাতারা এই ছবিকে অস্কারের কাছে পাঠিয়েছেন মনোনয়নের জন্য।
সত্যি ফাঁস করলেন করিনা
কাপুর পরিবারের মহিলারা সিনেমায় অভিনয় করেন না কেন? অন্দরমহলের সত্যি সামনে আনলেন সেই বাড়ির মেয়ে করিনা কাপুর খান। বলেছেন, তাঁদের নিশ্চয়ই কেউ বাধা দিয়েছিল। কিন্তু কাপুর-নারীরা কেউই খুব একটা সিনেমায় অভিনয় করতে চাননি। করিনা-করিশ্মার প্রজন্ম থেকেই চিত্রটা পাল্টেছে।
নুসরতের সমালোচনা
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের। আর এই বিশেষ দিনেই অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের এক ফটোশুট নিয়ে হচ্ছে জোর চর্চা। হাতে পদ্ম, লাল পাড়-সাদা শাড়ি পরে ছবি তুলেছেন নুসরত। কিন্তু ব্লাউজের অনুপস্থিতিই চোখে পড়েছে নেটিজেনদের একটা বড় অংশের। তাঁদের একটাই বক্তব্য, “এই দিনেও এই সব পরতে হল?” নুসরত যদিও নীরব।
কী করছেন সপ্তর্ষি মৌলিক?
কিছুদিন আগেই শেষ হয়েছে সপ্তর্ষি মৌলিক অভিনীত বাংলা সিরিয়াল ‘এক্কা দোক্কা’। এখনই কোনও সিরিয়ালে অভিনয় করছেন না এই মঞ্চাভিনেতা। তিনি এখন ব্যস্ত একটি ওয়েব সিরিজ়ের শুটিংয়ে। দেবশ্রী রায় অভিনীত ‘কেমিস্ট্রি মাসি’ ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন সপ্তর্ষি। সল্টলেকে চলছে তাঁর শুটিং।