AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepika Padukone and Ranveer Singh: এবার সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার পন্ডিত জগন্নাথ গুরুজি করলেন ভবিষ্যৎ বাণী

Deepika Padukone and Ranveer Singh: এবার সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার পন্ডিত জগন্নাথ গুরুজি করলেন ভবিষ্যৎ বাণী

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jul 05, 2024 | 11:47 PM

Share

Bollywood: বেশি দিনের অপেক্ষা নয়। সেপ্টেম্বরেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য়। এবার জ্যোতিষী করলেন ভবিষ্যৎ বাণী। তাঁদের ঘরে আসতে চলেছে পুত্র সন্তান। যার ভাগ্যে আরও উজ্জ্বল হবে দীপিবীরের ভবিষ্যৎ বলেই দাবি পণ্ডিতের।

অম্বানিদের বিয়েতে চমক
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে গান গাইবেন জাস্টিন বিবার। এ কথা বাসি। এবার জানা যাচ্ছে, গানের আসরে থাকছেন আরও অনেকে। যেমন বাদশাহ, করণ অউজলা, স্টেবিন বেন। জুলাই মাসের ১৩ তারিখ মুম্বইয়ে বসবে বিয়ের আসর।

আলিয়ার নতুন ছবি
আলিয়া ভাট সদ্য শেষ করেছেন ‘জিগরা’ ছবির শুটিং। এবার তাঁর নতুন ছবির কাজ শুরু হবে। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি হচ্ছে ‘আলফা’ ছবিটি। তাতে রয়েছেন আলিয়া। সেটি একটি স্পাই গল্প নির্ভর ছবি।

ব্যস্ত হুমা
দুর্দান্ত এক চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তাঁকে দেখা যাবে ‘বয়ান’ ছবিতে। চরিত্রের নাম রুহি। বিকাশ মিশ্র পরিচালনা করছেন ছবির। এই মাসেই শুরু ছবির কাজ।

সরব মিমি
তুফান ছবির প্রিমিয়ারে সরব মিমি চক্রবর্তী। ট্রোলারদের একহাত নিতে হলেন সোচ্চার। জানালেন তিনি হিন্দি কিংবা ইংরেজিতে কথা বলবেন না। নয়তো ট্রোলাররা বলবেন, ‘কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে?’ মিমির কথায়, তাঁরা কিন্তু সিনেমাহলে গিয়ে ছবিটা দেখে না। তাঁদের সকলকে বলব, কমেন্টে বাংলাভাষাকে ভাল না বেসে, হলে গিয়ে ভাল বাসুন।

মন জয় করলেন সোনু
লকডাউনে পাল্টে যায় অভিনেতা সোনু সুদের স্বরূপ। সকলের কাছে হয়ে ওঠেন ভগবান। তাঁর কাছে সাহায্য চেয়ে পাননি, এমন মানুষ নেই। সেই অভিনেতাই এবার হাজির রাস্তার ধারে এক ঝুপড়ি স্পাইস হোটেলে। মহিলার অক্লান্ত পরিশ্রমকে সাধুবাদ জানিয়ে, করলেন প্রচার। নিজেও খেলেন পাত পেড়ে।

দীপিকার ছেলে না মেয়ে?
বেশি দিনের অপেক্ষা নয়। সেপ্টেম্বরেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য়। এবার জ্যোতিষী করলেন ভবিষ্যৎ বাণী। তাঁদের ঘরে আসতে চলেছে পুত্র সন্তান। যার ভাগ্যে আরও উজ্জ্বল হবে দীপিবীরের ভবিষ্যৎ বলেই দাবি পণ্ডিতের।

কালীঘাটে যাচ্ছেন মিমি
বাংলাদেশে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘তুফান’। তবে শুধু বাংলাদেশেই নয় এ দেশেও ছবি মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই ছবি যেন সুপারহিট হয় সেই কামনাতেই কালীঘাটে আগামিকাল ১০টার সময় পুজো দিতে যাচ্ছেন মিমি। ‘তুফান’ যাতে ‘তুফান’ নিয়ে আসে সেই কারণেই মিমির এই প্রয়াস।

কাজ হারালেন হিনা
স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান। কয়েক মাস আগেও সব ঠিক ছিল। প্রস্তুতি নিচ্ছিলেন নিজের ওয়েব সিরিজ় ‘রাপচিক রিতা’-এর জন্য। তবে সেই চরিত্রে আর দেখা যাবে না তাঁকে। হিনার পরিবর্তে এ বার সেই চরিত্রে দেখা যাবে ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী অদা শর্মাকে। হিনার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সিরিজ়ের নির্মাতার।

সলমনের প্রশংসা

কিছু দিন পরেই মুক্তি পাবে ভিকির ছবি ‘ব্যাড নিউজ’। ওই ছবির একটি গান ‘তওবা তওবা’র নাচের স্টেপে এখন মেতে উঠেছে গোটা দেশ। ভিকির নাচের সেই অংশই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন খোদ সলমন খান। শুধু কি তাই? শেয়ার করে লিখেছেন, “দারুণ নেচেছ ভিকি, খুব সুন্দর লাগছে। অনেক শুভেচ্ছা।” পাল্টা উত্তর দিয়েছেন ভিকিও। তিনি লিখেছেন, “ভীষণ মিষ্টি শুভেচ্ছা সলমন স্যর। অনেক অনেক ধন্যবাদ। আপনার এই শুভেচ্ছার আমার কাছে ও আমার গোটা টিমের কাছে অনেক অনেক তাৎপর্যপূর্ণ।”