Deepika-Ranveer: অবশেষে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, শুনলে অবাক হবেনই

Deepika-Ranveer: অবশেষে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, শুনলে অবাক হবেনই

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Nov 01, 2024 | 11:45 PM

Deep-Veer: ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিং এবং দীপিকার বাড়িতে এসেছে মা লক্ষ্মী। আর কিছু দিন বাদেই দুমাস বয়স হয়ে যাবে তারকা দম্পতির একরত্তির। এবার মেয়ের নাম প্রকাশ্যে আনলেন তাঁরা। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া। সেই তথ্যই শেয়ার করে এ দিন দীপিকা লেখেন, "আমাদের সব প্রার্থনার উত্তর দুয়া'।

 

মেয়ের কী নাম রাখলেন দীপিকা-রণবীর?
৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিং এবং দীপিকার বাড়িতে এসেছে মা লক্ষ্মী। আর কিছু দিন বাদেই দুমাস বয়স হয়ে যাবে তারকা দম্পতির একরত্তির। এবার মেয়ের নাম প্রকাশ্যে আনলেন তাঁরা। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া। সেই তথ্যই শেয়ার করে এ দিন দীপিকা লেখেন, “আমাদের সব প্রার্থনার উত্তর দুয়া’।

‘জয় শ্রী রাম’ বলার বায়না
সম্প্রতি সেলেনা গোমেজের সঙ্গে দেখা হয়েছিল এক ভারতীয় যুবকের। তিনি প্রথম মার্কিন অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলেন, তারপরই একটা আবদার করে বসেন। আবদার করেন জয় শ্রী রাম বলার। যদিও ব্যাপারটা বুঝতে পারেননি সেলেনা। উত্তরে শুধু বলেন, ‘থ্যাঙ্ক ইউ হানি’।

‘লড়াইটা অতটা অর্থহীন হত না’
ভাল নেই অরিজিৎ সিং। মন ভারাক্রান্ত তাঁর। একটি পোস্টে লেখেন, “ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত আমায় বাঁচিয়ে রাখে। আমি মুক্ত, সেটা মনে করায়। ইস, আমি ভাবছিলাম গান কেনার মতো বা সেগুলো চালানোর মতো আমি যদি অর্থনৈতিক ভাবে আরও একটু শক্তিশালী হতাম। সঙ্গীত শিল্পীদের জন্য এই লড়াইটা তাহলে হয়তো অতটাও অর্থহীন হতো না।”

‘খাওয়ার জন্যই বাঁচি’
৪৪-এও সুপারহট রিদ্ধিমা কাপুর। এই ফিটনেসের রহস্য কী? ঋষি-কন্যার কথায়, ‘আমি ডায়েটে বিশ্বাস করি না, সবকিছু খাই।” তবে পাশাপাশি এও জানান, গত ১৪ বছর ধরে নিয়মিত যোগাভ্যাসের কারণেই এই ফিট ফিগার রাখতে পেরেছেন তিনি।

বিগবসের অফারে না
জানেন কি ‘বিগ বস’-এর বাড়িতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন সৌমিতৃষা কুন্ডু? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার কাছে বিগ বস থেকে অফার করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমার বেশ কিছু কাজের কথা হয়ে রয়েছে তাই না করে দিয়েছি।” শুধু তাই নয় হিন্দি সিরিয়ালের সুযোগও এসেছিল নায়িকার। কিন্তু সেই সব অফারও ফিরিয়ে দেন অভিনেত্রী।

স্বীকারোক্তি নীলাঞ্জনার
যিশুর সঙ্গে বিচ্ছেদের পথে এগিয়েছেন নীলাঞ্জনা। সাম্প্রতিক অশান্তির কথা কারও অজানা নেই। তবে অশান্তি কি শুরু হয়েছিল বছর সাতেক আগেই? এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। “জানেন, মাঝে মাঝে জীবনে সেই ২০ সেকেন্ডের প্রয়োজন,সেই সাহসী ২০ সেকেন্ড। আমি কথা দিচ্ছি কিছু একটা ভাল হবেই হবে” — এই পোস্টটি ভাগ করে নিয়ে নিজের আক্ষেপের কথাই প্রকাশ করেছেন নীলাঞ্জনা। যেখানে তিনি লেখেন, “সাত বছর আগে যদি এই সাহসটা পেতাম। যাই হোক দেরিতে হলেও সেই সাহসটা তো পেয়েছি।”

প্রয়াত রোহিত বল
মাত্র ৬৩ বছর বছরেই প্রয়াত হলেন ফ্যাশন ডিজাইনার রোহিত বল। এ দিন অর্থাৎ শুক্রবার আচমকাই অসুস্থতা অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। দীর্ঘ দিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন রোহিত।

দীপাবলিতে হাসিমুখে ফ্রেমবন্দি মিঠু
শরীর অনেকটাই ভেঙে গিয়েছে। মাথায় জড়ানো স্কার্ফ। শরীরের উপর দিয়ে অনেকটা যে ধকল গিয়েছে তা তাঁর চোখে মুখে স্পষ্ট। এত কিছুর পরেও মুখের হাসি ম্লান হয়ে যায়নি। কথা হচ্ছে অভিনেত্রী মিঠু চক্রবর্তীর। ক্যানসারের চিকিৎসা চলছে। এরই মধ্যে দীপাবলিতে পরিবারের সঙ্গে ছবি শেয়ার করলেন তিনি।

বিয়ের পর প্রথম কালীপুজো
বিয়ের পর প্রথম কালীপুজো তাঁদের। গত দু’বছর রাখঢাক করে দীপাবলি পালন করেছিলেন তাঁরা। কিন্তু এখন আর কোনও আড়াল আবডালের ব্যাপার নেই। আলোর উত্‍সবে শাড়ি গয়না এবং পাজামা-পাঞ্জাবীতে সেজে ধরা দিলেন শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক।