Hema Malini News: হেমা জানালেন ধর্মেন্দ্রের মতোই অনস্ক্রিন চুমুতে আপত্তি নেই তাঁরও
'রকি অউর রানি কি প্রেম কহানি' ছবিতে শাবান আজমিকে চুমু খেয়েছেন ধর্মেন্দ্র। তা নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও ধর্মেন্দ্র জানিয়েছিলেন, এ সব তাঁর কাছে 'বাঁয়ে হাত কা খেল'। এবার ধর্মেন্দ্র-পত্নী হেমা জানালেন, চুমুতে আপত্তি নেই তাঁরও। চরিত্রের প্রয়োজনে চুমু খেতে রাজি তিনিও।
চুমুতে ‘না’ নেই হেমার
‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে শাবান আজমিকে চুমু খেয়েছেন ধর্মেন্দ্র। তা নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও ধর্মেন্দ্র জানিয়েছিলেন, এ সব তাঁর কাছে ‘বাঁয়ে হাত কা খেল’। এবার ধর্মেন্দ্র-পত্নী হেমা জানালেন, চুমুতে আপত্তি নেই তাঁরও। চরিত্রের প্রয়োজনে চুমু খেতে রাজি তিনিও।
শাহরুখকে অপমান নওয়াজের!
সকলের সামনে জাতীয় টেলিভিশনে নওয়াজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শাহরুখ খান। সেই শাহরুখকেই অপমান তাঁর! টাইপকাস্ট হওয়া প্রসঙ্গে এক বক্তব্য রাখতে গিয়ে শাহরুখের সেই দুই হাত তুলে আইকনিক পোজ নকল করে নওয়াজ বলেন, “৩৫ বছর ধরে এই এক পোজ করতে পারব না আমি। টাইপকাস্ট মানে তো তাই-ই। সারাজীবন ধরে ওই একই পোজ দিয়ে যাওয়া।”
বিচ্ছেদের খবরই কি সত্যি?
বিগত বেশ কিছু দিন ধরেই মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় বলিউড। রটেছে কুশা কাপিলার প্রেমে পড়ছেন অর্জুন। মালাইকা চুপ থাকলেও ইনস্টা-স্টোরিতে শেয়ার করলেন বেশ কিছু ক্রিপ্টিক পোস্ট, শুধু কি তাই? আনফলো করে দিলেন অর্জুনের বোন তথা জাহ্নবী, খুশিকে!
সুশান্তের ফ্ল্যাটে আদাহ শর্মা
মুম্বইয়ে নিজের থাকার পাকাপাকি বন্দোবস্ত করলেন অভিনেত্রী আদাহ শর্মা। কিনলেন এক ফ্ল্যাট। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বান্দ্রার ফ্ল্যাটটি কিনে নিলেন তিনি, জানা যাচ্ছে এমনটাই। জীবনের শেষ দিন ওখানেই কাটিয়েছেন সুশান্ত।
কেন রাঘবের গলায় মালা পরিণীতির?
একে-অপরের প্রতি আস্থা রাখা, অপরের ভাল-মন্দে পাশে থাকা, নিজেকে নিজের মতো মেলে ধরা দরকার প্রতিটি সম্পর্কে… এমনটাই মনে করেন পরিণীতি চোপড়া। এই সব ক’টি গুণই তিনি পেয়েছেন হবু স্বামী রাঘব চাড্ডার মধ্যে। আর সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের।
আনন্দে আত্মহারা মদন
কামারহাটির বিধায়ক মদন মিত্রের ডেবিউ ছবি ‘ওহ লাভলি’ মুক্তি পেয়েছে এই শুক্রবার। দর্শকদের প্রতিক্রিয়ায় বেজায় খুশি মদন। বললেন, “৩৫টা হলে মুক্তি পেয়েছে। শো হাউজফুল হচ্ছে। দর্শকের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে যেন ‘শোলে’ মুক্তি পেয়েছে।”
প্রকাশ্যে ‘যমালয়ে জীবন্ত ভানু’র ফার্স্টলুক
যে সময় তিনি জন্মেছিলেন সে সময় ‘স্ট্যান্ডআপ’ কমেডি ছিল সোনার পাথরবাটি। অথচ সঠিক কমেডি টাইমিং থেকে শুরু করে সূক্ষ্ম হাস্যরসের সঙ্গে মানুষের নতুন করে পরিচয় করিয়েছিলেন তিনি। তিনি অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ শনিবার তাঁর জন্মদিনে সামনে এল ‘যমালয়ে জীবন্ত ভানু’র প্রথম পোস্টার। মুখ্য ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়।
মধুবনীকে উপহার রাজার
২৬ অগস্ট মধুবনী গোস্বামীর জন্মদিন। এই বিশেষ দিনে স্বামী রাজা গোস্বামীর তরফে উপহার পেলেন তিনি। স্ত্রীকে রাজা উপহার দিলেন এক বড় গাড়ি। যার এক্স শোরুম দাম ১১ লক্ষ ৩৬ হাজার টাকা।
বিকিনিতে ঋতুপর্ণা
‘দত্তা’ মুক্তির আগে বিদেশে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত। পুরনো আর্কাইভ থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করলেন তিনি। পরোছিলেন বিকিনি, তবে ভক্তদের মন খারাপ। প্রশংসা করতে চেয়েও করতে পারলেন না তাঁরা। ইনস্টায় কমেন্ট বক্সটি যে বন্ধ করে রেখেছেন তিনি। ট্রোলের চোখরাঙানির কারণেই কি এই সিদ্ধান্ত?