Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanjay Dutt News: বাবা-মায়ের পিণ্ডদান করলেন 'সঞ্জুবাবা', গেলেন কোথায়?

Sanjay Dutt News: বাবা-মায়ের পিণ্ডদান করলেন ‘সঞ্জুবাবা’, গেলেন কোথায়?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jan 12, 2024 | 11:40 PM

Sanjay Dutt: অভিনেতা সঞ্জয় দত্ত পাড়ি দিয়েছেন বিহারের গয়ায়। সেখানে তাঁকে দেখা যায় এক মন্দিরে গিয়ে পুজো দিতে। কিন্তু কেন হঠাৎ গয়ায় গেলেন সঞ্জয়? বাবা-মায়ের পিণ্ড দান করলেন তিনি। সঞ্জয়ের মা অভিনেত্রী নার্গিস মারা যান ক্যানসারে। ২০০৫ সালে মৃত্যু হয় তাঁর বাবা সুনীলের। বাবা-মায়ের মৃত্যুর পর কোনও দিনও গয়ায় গিয়ে পিণ্ড দান করেননি সঞ্জয়। সেই অপূর্ণ কাজ সম্পন্ন করতেই বিহারের গিয়েছিলেন সঞ্জুবাবা।

গয়ায় বাবা-মায়ের পিণ্ডদান সঞ্জয়ের
অভিনেতা সঞ্জয় দত্ত পাড়ি দিয়েছেন বিহারের গয়ায়। সেখানে তাঁকে দেখা যায় এক মন্দিরে গিয়ে পুজো দিতে। কিন্তু কেন হঠাৎ গয়ায় গেলেন সঞ্জয়? বাবা-মায়ের পিণ্ড দান করলেন তিনি। সঞ্জয়ের মা অভিনেত্রী নার্গিস মারা যান ক্যানসারে। ২০০৫ সালে মৃত্যু হয় তাঁর বাবা সুনীলের। বাবা-মায়ের মৃত্যুর পর কোনও দিনও গয়ায় গিয়ে পিণ্ড দান করেননি সঞ্জয়। সেই অপূর্ণ কাজ সম্পন্ন করতেই বিহারের গিয়েছিলেন সঞ্জুবাবা।

মেট্রোয় চাপলেন অক্ষয়
রাস্তায় যানজট। কিন্তু সময় নষ্টের মতো সময় নেই। অগত্যা, লোকচক্ষুর আড়ালে মেট্রো করলে গন্তব্যে পৌঁছলেন অক্ষয় কুমার। কালো রঙের ট্রাউজ়ার্স, হুডি ও মুখে মাস্ক পরে নিজেকে ঢেকে রাখলেও অনুরাগীদের চোখকে ফাঁকি দিতে আর পারলেন কই? ভাইরাল হল তাঁর মেট্রো-বিহারের ভিডিয়ো।

কড়া শাসন
ঋষি কাপুরকে ভালবেসে বিয়ে করেন নিতু কাপুর। তার আগে কিছু দিনের জন্য প্রেম করেছিলেন তাঁরা। সে সময়ে প্রেমিকার উপর কড়া শর্ত চাপিয়েছিলেন ঋষি। নিতুর কথায়, “ওর কারণেই কখনও সেভাবে পার্টি করা হয়নি। সারাক্ষণ আমায় বলত, ‘এটা করা যাবে না, ওটা কিছুতেই করবে না। বাড়ি ফিরে এসো।’ তাই পার্টির বন্যরূপ আমার দেখা হয়নি কোনওদিন।”

প্রতিবাদের মাশুল?
মাস খানেক আগেই অভিনেত্রী থাইনা ফিল্ডস্ মুখ খুলেছিলেন নীল ছবির দুনিয়া নিয়ে। তারই মাশুল গুনতে হল থাইনা ফিল্ডস্-কে। নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হল থাইনার মৃত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নীল ছবির দুনিয়ার অত্যাচার নিয়ে মুখ খোলার কারণেই চরম পরিণতি হয়েছে তাঁর।

বাড়ল অনুরাগী
‘টুয়েলফথ ফেল’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী মেধা শঙ্কর। তারপরই তিনি জনপ্রিয় হয়েছেন। হু-হু করে সোশ্যাল মিডিয়ায় বাড়ছে তাঁর অনুগামীদের সংখ্যা। ‘টুয়েলফথ ফেল’ মুক্তির আগে তাঁর অনুগামীর সংখ্যা ছিল ৩.৫ লাখ। ছবি মুক্তির পর তা বেড়ে হয়েছে ১.৫ মিলিয়ান, প্রায় ২৩৮ শতাংশ বেড়েছে সংখ্যা।

কী করল মালতি?
মায়ের মতোই হয়েছে মালতি। ছটফটে বাচ্চাটি মায়ের ফোন ছিনিয়ে নিয়েছে হাত থেকে। তারপর ছোট্ট-ছোট্ট আঙুল দিয়ে পটাপট তুলেছে নিজের কিছু সেলফি। অস্পষ্ট হলেও মালতির তোলা প্রথম সেলফি দেখে আনন্দে আটখানা হয়ে গিয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। একটুও সময় নষ্ট না করে প্রত্যেকটি অস্পষ্ট ছবি সোশ্যাল মিডিয়ার পর্দায় পোস্ট করেছেন তিনি। এবং তারপরই সে পেয়েছে প্রিয়াঙ্কার অনুগামীদের থেকে ভালবাসা এবং আদর।

নিন্দুকদের চুমু খেতে চান রূপঙ্কর
কেকে-র মৃত্যুর আগে তাঁকে নিয়ে করা রূপঙ্কর বাগচীর মন্তব্য ‘হু ইজ় কেকে? হু ইজ় কেকে ম্যান?’ গায়ককে ট্রোলের সম্মুখীন দাঁড় করিয়ে দিয়েছিল। সেই ঘটনার দু’বছর পর রূপঙ্কর বলেছেন, “ট্রোলাররা একদিন তাঁদের ভুল বুঝতে পারবেন এবং আমাকে জড়িয়ে ধরবেন, কিংবা আমি তাঁদের জড়িয়ে ধরব। আমি তাঁদের চুমু খেতে পারি, তাঁরাও আমাকে চুমু খেতে পারেন।”

অনুপমকে কাঁচা লঙ্কা খাওয়ার পরামর্শ
আলুভাজার ছবি পোস্ট করে গায়ক-সঙ্গীত পরিচালক লিখেছেন, ‘নতুন আলুর খোসা আর এই ভালবাসা’। ‘বাইশে শ্রাবণ’ ছবিতে ব্যবহার করা হয় এই গান। পোস্টের নীচে এক মহিলা ডাক্তার আলুভাজার সঙ্গের ডাল-ভাত এবং কাঁচালঙ্কা খাবার পরামর্শ দিয়েছেন। ইংরেজি হরফ আর বাংলা উচ্চারণে ওই পরামর্শ শেয়ার করে চিকিৎসক দিয়েছেন একটি লাল হার্ট-চিহ্নও।

হেইলি-জাস্টিনের বিচ্ছেদ?
নতুন বছরের শুরুতেই প্রিয় তারকাকে ঘিরে অনুরাগীদের গুঞ্জন। শোনা যাচ্ছে, আমেরিকান পপ তারকা জাস্টিন বিবার এবং হেইলি বিবারের সম্পর্কে ধরেছে ভাঙন। ইনস্টাগ্রামে জাস্টিনের সঙ্গে বেশ কিছু ছবি হেইলি মুছে দিতেই কি এই গুঞ্জনের সূত্রপাত?