AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut, Bollywood News: শোকে পাথর কঙ্গনা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারালেন অভিনেত্রী

Kangana Ranaut, Bollywood News: শোকে পাথর কঙ্গনা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারালেন অভিনেত্রী

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Nov 09, 2024 | 10:20 PM

Share

Bollywood News: বিভিন্ন সময় নানা কারণে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। আবারও খবরের শিরোনামে অভিনেত্রী। তবে এবার অবশ্য কারণটা আলাদা। কী হয়েছে? শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী। আবেগপ্রবণ হয়ে একটি দীর্ঘ পোস্টও করেছেন। ঠাকুমাকে হারিয়েছেন কঙ্গনা। ঠাকুমা ইন্দ্রাণীর বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবি পোস্ট করে নিজের পরিবারের জন্য প্রার্থনা করতে বলেছেন।

মন খারাপ কঙ্গনার

বিভিন্ন সময় নানা কারণে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। আবারও খবরের শিরোনামে অভিনেত্রী। তবে এবার অবশ্য কারণটা আলাদা। কী হয়েছে? শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী। আবেগপ্রবণ হয়ে একটি দীর্ঘ পোস্টও করেছেন। ঠাকুমাকে হারিয়েছেন কঙ্গনা। ঠাকুমা ইন্দ্রাণীর বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবি পোস্ট করে নিজের পরিবারের জন্য প্রার্থনা করতে বলেছেন।

আলিয়ার শিক্ষা

তারকারা সারাক্ষণই ঘেরাটোপের মধ্যেই থাকেন। তাঁদের চারিদিক নিরাপত্তারক্ষী বেষ্টিত। তাঁদের সঙ্গে একটু কথা বলতে গেলে বা একটু ছবি তুলতে গেলে বেশ কসরতই করতে হয়। ঠিক যেমন পরিস্থিতিতে পড়তে হল আলিয়া ভাটের এক ভক্তকে। প্রিয় নায়িকার সঙ্গে ছবি তুলতে এসে হেনস্থা হতে হল ভক্তকে। নিরাপত্তারক্ষীকে উচিত শিক্ষা দিলেন অভিনেত্রী।

শ্রীময়ী-কাঞ্চনের মুহূর্ত

মেয়ে হয়েছে একসপ্তাহ হয়েছে। এত দিন সবকিছুই গোপন করে রেখেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক। ২ নভেম্বর মেয়ে জন্মানোর পর ধীরে ধীরে সব অনুভূতি ভাগ করে নিচ্ছেন নতুন মা। ৭ মাসের সাধের অনুষ্ঠানের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

শাহরুখের পূর্বজন্ম

বিশ্বের অন্যতম ধনী অভিনেতার তালিকায় প্রথম পাঁচেই রয়েছে শাহরুখ খানের নাম। জানেন কি পূর্বজন্মেও অভিনেতাই ছিলেন নায়ক? ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে এক জ্যোতিষি বলেছেন কিং খান আগের জন্মে এক বাঙালি নায়িকা হয়ে জন্মেছিলেন।

কুমার শানুর উপলব্ধি

সম্প্রতি নিজের জুনিয়র ভার্সনকে দেখে অবাক কুমার শানু। হুবহু তাঁরই মতো স্টাইল। তাঁরই মতো কথাবার্তা। তাঁর মতো কণ্ঠস্বর। ইন্ডিয়ান আইডলের মঞ্চে নকল কুমার শানুকে দেখে রীতিমতো অবাক গায়ক। তিনি বলে বসলেন তাই তাঁর বাজার এখন এত মন্দা যাচ্ছে।

জারার জন্মদিন

১২ পূর্ণ করে ১৩ বছরে পা দিল যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার ছোট মেয়ে জারা সেনগুপ্ত। এই বছরের জন্মদিনটা একটু অন্যরকম তার কাছে। শোনা যাচ্ছে যিশু-নীলাঞ্জনার সংসার ভেঙেছে। যদিও প্রকাশ্যে কোনও কথা বলেননি তাঁরা। জারা জন্মদিনের পার্টিতেও অভিনেতাকে দেখা গেল না।

আবেগঘন মালাইকা

ধীরে ধীরে অনেকটা বড় হয়ে উঠেছে মালাইকা অরোরার আদরের ছোট্ট আরহান। ৯ নভেম্বর, শনিবার ২২ বছরের পা রাখল আরবাজ-মালাইকার আদরের একমাত্র সন্তান আরহান। ছেলের জন্মদিনে আবেগঘন একটা পোস্ট করেছেন মালাইকা অরোরা। পোস্ট করেছেন একগুচ্ছ ছবি। ছবিগুলি পোস্ট করে মালাইকা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট ছেলে মাম্মা তোমাকে সবচেয়ে বেশি ভালবাসে।

কাতর শ্রীলেখা

মন ভাল নেই শ্রীলেখা মিত্রের। তাঁর বাবা মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘খুব ঘন ঘন মা বাবার স্বপ্ন দেখি, স্বপ্ন ভেঙে গেলে খুব কান্না পায়, কান্না পেলে খুব কাঁদি, কাঁদলে বালিশ ভিজে যায়, ভিজে গেলে খুব কষ্ট হয়, কষ্ট হলে খুব রাগ হয় … রাগ হলে কার কি এসে যায়।’

অক্ষয়ের অতীত

বর্তমানে অন্যতম সফল অভিনেতা অক্ষয় কুমার। খাওয়াদাওয়া এবং শরীরচর্চার বিষয়ে অক্ষয় ভীষণ খুঁতখুঁতে। সম্প্রতি মুক্তি পেয়েছে রোহিত শেট্টির ছবি ‘সিংহম আগেন’। তাঁর এক বন্ধু জানালেন অভিনেতা হওয়ার আগে এমনও দিন গিয়েছে নায়ক বাড়িতে বাড়িতে দুধ বিক্রি করতেন।