Shamsherganj: আমবাগানে আম নয়, পড়ল বোমা
আবারও বোমা উদ্ধারে চাঞ্চল্য সামশেরগঞ্জে। জোতকাশী আমবাগান থেকে সোমবার মধ্যরাতে উদ্ধার হল দুই বালতি তাজা বোমা। মোট ১৭টি বোমা উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ, জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত এলাকা এটি। পুলিশ সূত্রে খবর, বোমাগুলি একসঙ্গে রেখে গাছপালা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে বোমা নিষ্ক্রিয় করতে ডাকা হয় বম্ব স্কোয়াডকে। কী উদ্দেশ্যে ওই এলাকায় এত […]
আবারও বোমা উদ্ধারে চাঞ্চল্য সামশেরগঞ্জে। জোতকাশী আমবাগান থেকে সোমবার মধ্যরাতে উদ্ধার হল দুই বালতি তাজা বোমা। মোট ১৭টি বোমা উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ, জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত এলাকা এটি। পুলিশ সূত্রে খবর, বোমাগুলি একসঙ্গে রেখে গাছপালা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে বোমা নিষ্ক্রিয় করতে ডাকা হয় বম্ব স্কোয়াডকে। কী উদ্দেশ্যে ওই এলাকায় এত বোমা মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকা ঘিরে তল্লাশি জোরদার করা হয়েছে।
দেখুন ভিডিও।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

