Worst Indian Food: খারাপ ভারতীয় খাবার

সবচেয়ে খারাপ ভারতীয় খাবারের তালিকা প্রকাশ করেছে টেস্ট অ্যাটলাস। আপনার আমার চেনা বেশ কটি প্রিয় খাবার আছে এই তালিকায়। টেস্ট অ্যাটলাসের তালিকার শীর্ষে আছে ঝুরিভাজা বা সেব। ভারতের জনপ্রিয় এই স্ন্যাক্স নাকি সবচেয়ে খারাপ!

Worst Indian Food: খারাপ ভারতীয় খাবার
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 7:35 PM

সবচেয়ে খারাপ ভারতীয় খাবারের তালিকা প্রকাশ করেছে টেস্ট অ্যাটলাস। আপনার আমার চেনা বেশ কটি প্রিয় খাবার আছে এই তালিকায়। টেস্ট অ্যাটলাসের তালিকার শীর্ষে আছে ঝুরিভাজা বা সেব। ভারতের জনপ্রিয় এই স্ন্যাক্স নাকি সবচেয়ে খারাপ! ২ নম্বরে আছে বোম্বে স্যান্ডউইচ। মুম্বই থেকে সৃষ্টি হয় এই স্ন্যাক্স। দু ফালি পাউরুটির মাঝে সবজি ও সেদ্ধ আলু সঙ্গে মশলা। ভাল লাগেনি টেস্ট অ্যাটলাসের এই খাবারও। দই ফুচকা আছে তালিকায় ৩ নম্বরে। সারা দেশে জনপ্রিয় এই খাবার ভাল লাগেনি টেস্ট অ্যাটলাসের। ডিমের ভুর্জি খারাপ খাবারের তালিকার ৪ নম্বরে। ডিম, আলু, পেঁয়াজ, লঙ্কা আর মশলার এই সহজ ডিশ নাকি খারাপ খাবার। ৫ নম্বরে আছে দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার মশলা বড়া। ছোলার ডালের এই বড়া ভাল লাগে ৮ থেকে ৮০র। কিন্তু টেস্ট অ্যাটলাসের ভাল লাগেনি এই খাবার। ষষ্ঠ স্থানে আছে মশালা অমলেট। সবচেয়ে খারাপ খেতে যে ভারতীয় খাবার তার তালিকায় আছে অমলেটও। ভাবলে অবাক হবেন ৭ম স্থানে কে আছে। আমার আপনার প্রিয় মিষ্টি জিলিপি আছে সপ্তম খারাপ খাবার হিসাবে। ৮ম স্থানে আছে গুজরাটের কচ্ছের খাবার দাবেলি। পাওয়ের ভিতরে আলু সেদ্ধ, বাদাম, ঝুরিভাজা, বেদানা দিয়ে তৈরি এই গুজরাটি খাবার। নবম খারাপ খাবার কাঠি রোল। ভাবা যায়! কিন্তু টেস্ট অ্যাটলাসের তাই মনে হয়েছে। খারাপ খাবারের তালিকার একদম নিচে আছে বোন্ডা। দক্ষিণ ভারতে এই খাবার খুবই জনপ্রিয়।

Follow Us: