AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bongaon BJP MLA News: উচ্চমাধ্যমিক দিলেন বিধায়ক!

Bongaon BJP MLA News: উচ্চমাধ্যমিক দিলেন বিধায়ক!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Sep 14, 2023 | 1:22 PM

Share

উত্তর ২৪ পরগণার বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বনগাঁর সাতভাই কালিতলার "কালিতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন" হাইস্কুলে পরীক্ষা দিলেন আজ। জানা গিয়েছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বোর্ড এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তিনি।

উত্তর ২৪ পরগণার বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বনগাঁর সাতভাই কালিতলার “কালিতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন” হাইস্কুলে পরীক্ষা দিলেন আজ। জানা গিয়েছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বোর্ড এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তিনি। বিধায়ক জানান, গত বছর তিনি উচ্চমাধ্যমিকের তিনটি বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন। এ বছর আরও দুটি বিষয় পরীক্ষা দিচ্ছেন।
স্বপ্ন মজুমদারের বলেন, শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর কোন বয়স হয় না। তিনি আজ এডুকেশন পরীক্ষা দিয়েছেন। আগামী ১৯ তারিখ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দেবেন। তার পরীক্ষা ভালো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার ইচ্ছা আছে আগামী দিনে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন।

প্রসঙ্গত বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দারস্ত হয়েছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানী সরকার এবং তারপর বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানো তোর।

আজ স্বপন মজুমদারের উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। তিনি বলেন, যে বিধায়কের এইট পাশ সার্টিফিকেট জাল তিনি কিভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন পর্ষদের কাছে তারা আবেদন এই বিষয় নিয়ে তদন্ত হোক।