Basirhat: বাবা-মায়ের হৃদয় নাকি পাষাণ! রোজ ঝগড়া দেখে বড় হওয়া ছেলেটা সেদিন রাতের অন্ধকারে…
Barasat: জানা গেছে ওই নাবালকের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার কাঠপোল এলাকায়। তার মায়ের সঙ্গে সাথে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে বাবার ঝামেলা লেগেই থাকত। সেই ঝামেলা ছাড়াছাড়ির পর্যায় চলে যায়। সন্তানকে শ্বশুর বাড়িতে রেখে মা বাপের বাড়িতে চলে যায়। মাত্র কয়েকটা দিন কাটতে না কাটতেই...
যারা অনাথ, মাথার উপর ছাদ নেই, তাদের কষ্ট পূরণ হয় না কখনও। কিন্তু যার বাবা-মা সব থেকেও কিছুই নেই! যাকে অন্ধকারে হারিয়ে যেতে দেয় তার নিজের বাবা! এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী রইল বসিরহাটের প্রসন্নকাঠি গ্রামের মানুষ।
বসিরহাটের মাটিয়ার ঘোষ দম্পতি। স্বামী-স্ত্রীর মধ্যে রোজ চলে ঝগড়া। চোখের সামনে সে সব দেখে ছেলে। এভাবেই চলছিল। একদিন হঠাৎ ছেলের হাত ধরে বাবা বেরিয়ে পড়েন বাড়ি থেকে। তারপর… অন্ধকারে হাত ছেড়ে চলে যান বাবা। অচেনা জায়গা, অজানা মানুষ। কান্নার আওয়াজ পেয়ে ছুটে যান গ্রামের মানুষ। পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
Latest Videos
বন্দেমাতরম নিয়ে কী বললেন সুকান্ত?
SIR-এ দুই স্ত্রীকে হারানোর ভয়, গাছ থেকে উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ
এনুমারেশন ফর্ম ফিলাপ বাধ্যতামূলক নয় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর জন্য?
যেখান সেখান থেকে দেওয়া যাবে না এনুমারেশন ফর্ম, স্পষ্ট জানাল কমিশন
