Bangladesh: ‘দাদা গুলি করে দিই?’ বলেই ট্রিগারে চাপ, মৃত্যু যেন ছেলে-খেলা!

Dec 30, 2025 | 10:28 PM

এদিনও বজেন্দ্র ও নোমান মিয়া একসঙ্গে বসেছিলেন। হঠাৎ মজার ছলে নোমান নিজের শটগান বের করেন এবং বজেন্দ্রকে তাক করে বলেন,  ‘দাদা গুলি করে দিই?’। এরপরই আচমকা গুলি চলে। বজেন্দ্রর বাম উরু (থাই)-তে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বজেন্দ্রকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এভাবেও মৃত্যু হয়! এভাবেও হয় খুন! বাংলাদেশের ঘটনা জানলে শিউরে উঠবেন। বজেন্দ্র ও  নোমান মিয়া -দুজনেই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আনসারের সদস্য ছিলেন। সোয়েটার কারখানায় কাজ করতেন তাঁরা। এদিনও বজেন্দ্র ও নোমান মিয়া একসঙ্গে বসেছিলেন। হঠাৎ মজার ছলে নোমান নিজের শটগান বের করেন এবং বজেন্দ্রকে তাক করে বলেন,  ‘দাদা গুলি করে দিই?’। এরপরই আচমকা গুলি চলে। বজেন্দ্রর বাম উরু (থাই)-তে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বজেন্দ্রকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, দিপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন বজেন্দ্র। তারপরই তাঁকে হুমকি দেওয়া হয়েছিল।