How Break Up Affect Mentally: বিচ্ছেদে হতে পারে হৃদরোগ

How Break Up Affect Mentally: বিচ্ছেদে হতে পারে হৃদরোগ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 15, 2023 | 5:04 PM

প্রেমের সমস্যা ও বিচ্ছেদ থেকে হৃদরোগের সমস্যার শুরু বলছেন বিশেষজ্ঞরা। প্রেম ভেঙে যাওয়া কেবল মানসিকভাবেই বিদ্ধস্ত করে না তার শারীরিক প্রভাব ও মারাত্মক। বাড়তি স্ট্রেস মোকাবিলা করতে শরীরে বেশি অক্সিজেন লাগে।

প্রেমের সমস্যা ও বিচ্ছেদ থেকে হৃদরোগের সমস্যার শুরু বলছেন বিশেষজ্ঞরা। প্রেম ভেঙে যাওয়া কেবল মানসিকভাবেই বিদ্ধস্ত করে না তার শারীরিক প্রভাব ও মারাত্মক। বাড়তি স্ট্রেস মোকাবিলা করতে শরীরে বেশি অক্সিজেন লাগে। এর কারণে তখন শরীরে ক্যাটেকোলামাইনস হরমোনের ক্ষরণ বেড়ে যায়।

আর সেই বাড়তি অক্সিজেনের যোগান দিতে হার্টকে বেশি পরিমাণে পাম্প করতে হয়। ধমনীর ওপরও চাপ পড়ে। এতে বাড়ে রক্তচাপ। রক্তে পর্যাপ্ত অক্সিজেন না গেলে বুকে ব্যথা হয়। মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার সৃষ্টি হয়। মানসিক চাপ, স্ট্রেস হরমোনের ক্ষরণ বানিয়ে দেয়।

ট্রাই গ্লিসারাইড, কোলেস্টেরল ও ব্লাড প্রেসার হুহু করে বাড়ে। অত্যধিক মানসিক চাপ উদ্বেগ, উৎকন্ঠা ও অবসাদ ডেকে আনে। তাই প্রেম ভেঙে যাওয়া সরাসরি প্রভাব ফেলে শুধু মন নয় শরীরেও। সুতরাং বিচ্ছেদকে হালকা ভাবে নেবেন না।