বিয়ের মন্ডপে ঘুমিয়ে পড়লেন কনে। ভিডিয়োটি ভাইরাল হতেই নজর কেড়েছে অধিকাংশ নেটিজ়েনদের। ভিডিয়োতে দেখা যাচ্ছে,পুরোহিত একটি মণ্ডপে মন্ত্র পাঠ করছেন। বর-কনে মণ্ডপে বসে আছেন। নববধূ লাল লেহেঙ্গা পরেছেন। কিন্তু আপনার প্রথমেই যেদিকে চোখ যাবে,তা হল কনে দিব্য়ি ঘুমোচ্ছেন। ওখানে উপস্থিত কোনও ব্য়ক্তি সেটির ভিডিয়ো করেছেন। কনে যে ঘুমোচ্ছে,তা বর প্রথমে খেয়াল করেননি। যখনই বরের নজর তার দিকে যায়,সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে দেয়। আর জেগে যেতেই কনে হেসে ওঠে। ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকেই ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি ৪.৬ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন,’নববধূকে দেখেই মনে হচ্ছে সে খুব ক্লান্ত’।