Malda Crime: ঘুমন্ত দাদার গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে ভাই!
পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হল দাদা—চাঞ্চল্য মালদার মহিষবাথানীতে। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় পরিযায়ী শ্রমিক যতন কোলের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগায় ভাই নন্দন কোলে। তীব্র দাহ যন্ত্রণায় চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। মালদা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ৫৪ বছরের যতনকে। টাকা ও সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড, দাবি পরিবারের। মৃতের […]
পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হল দাদা—চাঞ্চল্য মালদার মহিষবাথানীতে। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় পরিযায়ী শ্রমিক যতন কোলের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগায় ভাই নন্দন কোলে। তীব্র দাহ যন্ত্রণায় চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। মালদা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ৫৪ বছরের যতনকে। টাকা ও সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড, দাবি পরিবারের। মৃতের দিদি জলি কর্মকার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত নন্দনকে। জেরায় খুনের কথা স্বীকারও করেছে সে।দেখুন ভিডিয়ো