Basirhat News: শরীরে বেঁধে প্রায় ৭৫ লাখের সোনার বিস্কুট পাচারের চেষ্টা রুখল BSF, ধৃত পাচারকারী

Basirhat News: শরীরে বেঁধে প্রায় ৭৫ লাখের সোনার বিস্কুট পাচারের চেষ্টা রুখল BSF, ধৃত পাচারকারী

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 03, 2023 | 9:02 PM

সাইকেলে করে হাকিমপুর চেকপোষ্টে আসতেই কর্তব্যরত ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়। সেই সময় তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই দেখা যায় তার শরীরের নিম্নাঙ্গে সোনার বিস্কুট গুলি বাধা রয়েছে। উদ্ধার হয় ১০টি সোনার বিস্কুট, যার ওজন ১ কেজি ১৯০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৭৫লক্ষ টাকা। এই সোনার বিস্কুটগুলি মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশ হয়ে বিএসএফের নজর এড়িয়ে এদেশে ঢুকেছে

বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। পাচারকারী বছর ২৫ এর আল মামুনের বাড়ি স্বরূপনগরেরই স্বরূপদহ গ্রামে। সাইকেলে করে হাকিমপুর চেকপোষ্টে আসতেই কর্তব্যরত ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়। সেই সময় তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই দেখা যায় তার শরীরের নিম্নাঙ্গে সোনার বিস্কুট গুলি বাধা রয়েছে। উদ্ধার হয় ১০টি সোনার বিস্কুট, যার ওজন ১ কেজি ১৯০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৭৫লক্ষ টাকা। এই সোনার বিস্কুটগুলি মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশ হয়ে বিএসএফের নজর এড়িয়ে এদেশে ঢুকেছে। এর সঙ্গে কোনো আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী। প্রশ্ন হচ্ছে সীমান্তে সুরক্ষা কড়া নজরদারি থাকতেও কিভাবে বিএসএফের চোখে ধুলো দিয়ে সোনার বিস্কুটগুলি কি করে এ দেশে ঢুকলো? উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।