হাওড়া থেকে দার্জিলিং পৌছে যাবেন ২ ঘণ্টায়?
Bullet Train: অবশেষে চালু হচ্ছে বুলেট ট্রেন। দিনক্ষণ জানিয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৭ সালের মধ্য়ে বুলেট ট্রেন তৈরি হয়ে যাবে। ১৫ অগস্ট থেকে তা চালুও হয়ে যাবে। প্রথমে সুরাট থেকে বিলিমোরা, তারপর ভাপী থেকে সুরাট।
অবশেষে চালু হচ্ছে বুলেট ট্রেন। দিনক্ষণ জানিয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৭ সালের মধ্য়ে বুলেট ট্রেন তৈরি হয়ে যাবে। ১৫ অগস্ট থেকে তা চালুও হয়ে যাবে। প্রথমে সুরাট থেকে বিলিমোরা, তারপর ভাপী থেকে সুরাট। তারপর ভাপী থেকে আহমেদাবাদ। অবশেষে মুম্বই থেকে আহমেদাবাদ।’ ২০২৭ সালে বুলেট ট্রেন এবং হাইস্পিড রেল করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে ভাপী থেকে সুরাট পর্যন্ত ১০০ কিলোমিটার পথে এই ট্রেন ছুটবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। মুম্বই থেকে আহমেদাবাদের দূরত্ব মোট ৫৪০ কিলোমিটার। কিন্তু হাইস্পিড রেল করিডোর দিয়ে এই দুই শহরকে জুড়ে দেওয়া যাবে মাত্র ১ ঘণ্টা ৫৮ মিনিটে। এই সময়কালে মোট ৪টি স্টপেজ রয়েছে। তবে কোনও ক্রমে যদি ১২টি স্টপেজেই ট্রেনটিকে দাঁড়াতে হয়, সেক্ষেত্রে সময় লাগবে ২ ঘণ্টা ১৭ মিনিট।’
