গিলে নিল একের পর এক বিল্ডিং, বড়বাজারে বিধ্বংসী আগুনে কয়েক কোটির ক্ষতি
Burrabazar Fire: ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ে। শেষে ২৪টি ইঞ্জিনের লাগাতার লড়াইয়ে দশটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একশোরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে।
যতুগৃহ কলকাতা। সাতসকালে শহরে লাগল ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারে ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন। সেখান থেকে পাশের একাধিক বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে আগুন। দোকানের ভিতরে প্রচুর ইলেকট্রিক সামগ্রী থাকায়, সেগুলি দুমদাম শব্দে ফাটতে থাকে। প্রাণপণে চেষ্টা করেন দমকল কর্মীরা, তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ে। শেষে ২৪টি ইঞ্জিনের লাগাতার লড়াইয়ে দশটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একশোরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে।
