Jawan Movie: ব্যবসা ১০০০ কোটি ছাড়াতেই চমক শাহরুখের
Shah Rukh Khan: শেষ বেলায় ছবির আয়ে গতি আনতে এবার নয়া অফার দিলেন শাহরুখ খান। একটি টিকিট কিনলে অপরটি ফ্রি। অর্থাৎ 'জওয়ান' দেখতে গেলে একটি টিকিটের দামে ২টি টিকিট পাওয়া যাবে। ছবি ইতিমধ্যেই ঘরে তুলেছে মোটা ১০২২ কোটি টাকা। এখন দেখার, শাহরুখের এই ব্রহ্মাস্ত্রে কত কোটিতে থামে 'জওয়ান' ঝড়।
‘জওয়ান’ অফার
শেষ বেলায় ছবির আয়ে গতি আনতে এবার নয়া অফার দিলেন শাহরুখ খান। একটি টিকিট কিনলে অপরটি ফ্রি। অর্থাৎ ‘জওয়ান’ দেখতে গেলে একটি টিকিটের দামে ২টি টিকিট পাওয়া যাবে। ছবি ইতিমধ্যেই ঘরে তুলেছে মোটা ১০২২ কোটি টাকা। এখন দেখার, শাহরুখের এই ব্রহ্মাস্ত্রে কত কোটিতে থামে ‘জওয়ান’ ঝড়।
বড় ব্যবসার লক্ষ্যে ‘ডানকি’
বিশ্বদরবারে এবার ভারতের ছবির ব্যবসা পোক্ত করতে নতুন অফার নিয়ে হাজির শাহরুখ খান। না, ভারত নয়, এবার ‘ডানকি’ দেখবে বিশ্ব আগে, পরে ভারত। ২২ ডিসেম্বর ভারতে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের চলতি বছরের তৃতীয় ছবি। এবার তার ঠিক একদিন আগেই অর্থাৎ ২১ ডিসেম্বর গোটা বিশ্ব মুক্তি পেতে চলেছে এই ছবি।
চর্চায় শাহিদ কাপুর
খুব চেনা-চেনা লাগছে না? শাহিদ কাপুরের বর্তমান হেয়ারকাট দেখে এমনটাই মনে হচ্ছে দর্শকদের। ‘হায়দর’ ছবিতে এমন হেটার কাটেই দেখা গিয়েছিল তাঁকে। তবে কি এবার ‘হায়দর ২’ আসতে চলেছে? যদিও এই বিষয়ে স্পষ্ট ‘না’ জানিয়ে দিয়েছেন শাহিদ কাপুর। তবে এমন ছাঁটের কারণ কী, তা এখনও রহস্যই।
চর্চায় ‘অ্যানিম্যাল’
চর্চার কেন্দ্রে এবার রণবীর কাপুরের আগামী ছবি ‘অ্যানিম্যাল’। বৃহস্পতিবারই মুক্তি পেল এই ছবির টিজ়ার। যেখানে সম্পূর্ণ অন্য লুকে ধরা দিলেন রণবীর কাপুর। চলতি বছরের শেষেই ছবি মুক্তির সম্ভাবনা, যদিও রণবীরের লুক প্রকাশ্যে আসতেই ছবি ঘিরে ভক্তমনে উত্তেজনার পারদ তুঙ্গে।
বিবেক শশী টক্কর
‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা শশী থারুরকে আক্রমণ করেন। বলেন, থারুর ঘুষ নিয়ে বিদেশি ভ্যাকসিন প্রচার করেছেন। যা শোনামাত্র পাল্টা উত্তরে সোশ্যাল মিডিয়ায় হাজির শশী। বললেন, “ছবির প্রচার অত্যন্ত সস্তা প্রয়াস। বিষয়টা আরও ভয়ানক। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি আইনি পদক্ষেপ করব। এবং তা করছিও।”
সুরসম্রাজ্ঞীর জন্মদিন
৯৪তম জন্মদিন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। বৃহস্পতিবার সকাল থেকে সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করছেন প্রয়াত গায়িকার উদ্দেশে। বাদ থাকলেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও শ্রদ্ধা জানালেন
‘নাইটিঙ্গল’-এর উদ্দেশে। এ দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর একাধিক সাক্ষাৎকার, গান ও ছবি।
কাশ্মীরে ‘প্রধান’?
সম্প্রতি প্রায় ২৫ দিন উত্তরবঙ্গে শুটিং সেরে ফিরল টিম ‘প্রধান’। এবার কি কাশ্মীরের পথে সৌমিতৃষা কুণ্ডু ও দেব? টলিউড সূত্রে খবর, তেমনই পরিকল্পনা করা হয়েছে। গান ও কয়েকটি দৃশ্য শুট করা হবে সেখানে। যদিও কবে যাওয়া হবে, সেই শিডিউল এখনও স্থির করা হয়নি বলেই জানিয়েছেন ছবির এক প্রযোজক অতনু রায়চৌধুরী।
কবে শুট ‘নয়নরহস্য’র?
গায়ে জ্বর নিয়ে চেন্নাই থেকে মাঝ পথে ফিরেছিলেন পরিচালক সন্দীপ রায়। ‘নয়নরহস্য’র শুট তাই বশ কিছুটা বাকি থেকে গিয়েছে। কথা ছিল অক্টোবরের শুরুতে আবারও টিম ফিরবে চেন্নাইয়ে। কিন্তু তেমনটা ঘটছে না, সমস্ত তারকার তারিখ একসঙ্গে মেলাটাই সমস্যা। সব ঠিক থাকলে, পুজোর আগে কিংবা পরে আবারও চেন্নাইয়ে যাবে টিম নয়নরহস্য।
কে এগিয়ে?
প্রকাশ্যে এল সাপ্তাহিক TRP—এবারও প্রথম স্থান দখন করল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। দ্বিতীয় স্থানে যথারীতি ‘জগদ্ধাত্রী’। তবে এবার চমক তৃতীয় ও চতুর্থ স্থানে, ‘ফুলকি’ ও ‘নিম ফুলের মধু’ এবার জায়গা করে নিল সেরা পাঁচে।