Airtel Recharge Plans: মাত্র ২৬ টাকা বেশি দিয়েই এয়ারটেলে পেয়ে যান বাড়তি এতগুলো সুবিধে
এয়ারটেলের ২৬৫ টাকার প্ল্যানটির বৈধতা ২৮ দিনের। প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধাও দেওয়া হয়। এই প্ল্যানে বিনামূল্যে Hello Tune এবং Wynk Music সাবস্ক্রিপশন পাওয়া যায়
টেলিকম কোম্পানিগুলি তাদের প্ল্য়ানের দাম বাড়িয়েই চলেছে। প্রতিমাসে এত এত টাকা দিয়ে রিচার্জ করতে নাভিশ্বাস উঠছে অধিকাংশেরই। তারমধ্য়েও এমন কিছু রিচার্জ প্ল্যান রয়েছে, যা বেশ সাশ্রয়ী। এয়ারটেল অনেক ধরনের রিচার্জ প্ল্যান অফার করে যাতে মোটা টাকা খরচ করতে হয় না। সাধারণ ডেটা ও কলিংয়ের জন্য এয়ারটেলের এই প্ল্যান । এই রিচার্জ প্ল্যানগুলি ২৬৫ টাকা এবং ২৩৯ টাকায় পাওয়া যায় । ২৮ দিনের বৈধতাও পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে অনেক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। জেনে নিন কোন প্ল্যানটি রিচার্জ করা বেশি লাভজনক। এয়ারটেলের ২৬৫ টাকার প্ল্যানটির বৈধতা ২৮ দিনের। প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধাও দেওয়া হয়। এই প্ল্যানে বিনামূল্যে Hello Tune এবং Wynk Music সাবস্ক্রিপশন পাওয়া যায়। এয়ারটেলের ২৩৯ টাকার প্ল্যানে মোট ২৪ দিনের বৈধতা। প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে ২৪ দিনের জন্য আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হয়। বিনামূল্যে Hello Tune এবং Wynk Music সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। ২৬ টাকা বেশি খরচ করে কোন বিশেষ সুবিধা পাবেন? এয়ারটেলের ২৬৫ টাকার প্ল্যানটি ২৩৯ টাকার প্ল্যানের থেকে ২৬ টাকা বেশি। মাত্র ২৬ টাকায় আরও বেশি দিন অতিরিক্ত ডেটা এবং কলিং সুবিধা দেওয়া হচ্ছে। এতে ৪ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং ও ৪ দিনের অতিরিক্ত বৈধতাও পাবেন। নিজেই ঠিক করুন কোন রিচার্জটি আপনার জন্য় বেশি লাভজনক।