BYD New Tech: ৫ মিনিটের চার্জে ৪৭০ কিলোমিটার দৌড়াবে গাড়ি, চিনা প্রযুক্তির আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে Tesla ও Mercedes-এর
BYD New Battery Tech: বিওয়াইডি বলছে, তাদের নয়া প্রযুক্তির মাধ্যমে কোনও গাড়ি মাত্র ৫ মিনিটের চার্জেই ৪৭০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম হবে। ফলে মোবাইল ফোনের থেকেও দ্রুত চার্জ হয়ে যাবে একটা আস্ত গাড়ি।
বিওয়াইডি বলছে, তাদের নয়া প্রযুক্তির মাধ্যমে কোনও গাড়ি মাত্র ৫ মিনিটের চার্জেই ৪৭০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম হবে। ফলে মোবাইল ফোনের থেকেও দ্রুত চার্জ হয়ে যাবে একটা আস্ত গাড়ি। আরও জানা গিয়েছে ২০২৫ সালের এপ্রিলে বাজারে আসতে পারে নয়া এই প্রযুক্তি।
এই প্রযুক্তির ঘোষণা করার পর বিওয়াইডি তাদের অন্যান্য প্রতিযোগীদের থেকে কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। টেসলার সুপারচার্জার এখন ১৫ মিনিটে ২৭৫ কিলোমিটার পর্যন্ত চার্জ করতে পারে। অন্যদিকে মার্সিডিজ বেঞ্জের নয়া চার্জিং পরিকাঠামোতেও ১০ মিনিটে ৩২৫ কিলোমিটার পর্যন্ত চার্জ দেওয়া যায়।
Latest Videos