Car Collection Of MLA: দেখে নিন এই ধনী বিধায়কের এর গাড়ির কালেকশন!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 26, 2023 | 6:52 PM

কর্ণাটকের এক নেতার কাছে গাড়ির কালেকশনে দেখলে চমকে যাবেন। সেই মন্ত্রী একাধিক বিলাসবহুল গাড়িতে ঘোরেন। এই মন্ত্রীর নাম এমটিবি নাগরাজ। দেখে নিন এই মন্ত্রীর বিলাসবহুল গাড়িগুলো। তাঁর রয়েছে রোলস রয়েস ফ্যান্টম, ল্যান্ড রোভার ডিফেন্ডারের মতো গাড়ি।

Published on: May 26, 2023 06:51 PM