Car Viral Video: গাড়ির পিঠে গাড়ি উঠে ছুটল রাজপথে
Viral Video: সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে,যেখানে মারুতি ইর্টিগার মতো গাড়িকে তুলে নিয়ে যাচ্ছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি মাহিন্দ্রা বোলেরো রাস্তায় বেশ দ্রুত গতিতেই চলছে।
সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে,যেখানে মারুতি ইর্টিগার মতো গাড়িকে তুলে নিয়ে যাচ্ছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি মাহিন্দ্রা বোলেরো রাস্তায় বেশ দ্রুত গতিতেই চলছে। কিন্তু আপনার প্রথমেই চোখ যাবে বোলেরোর পিছনের লাগেজের বগিতে। এ কী কাণ্ড! লাগেজের জায়গায় আস্ত একটি চার চাকা গাড়ি। তাও আবার যে সে গাড়ি না। মস্ত বড় মারুতি সুজ়ুকির ইর্টিগা। রাস্তায় বাইক নিয়ে যাওয়া অন্য় এক ব্য়ক্তি এই ভিডিয়োটি করেছেন। ভাইরাল ভিডিয়োটি রাজেশ নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী তার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটি ৪৪ হাজারের বেশি লাইক ও ৮ লাখ ৫৮ হাজার ভিউ হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন,‘মাহিন্দ্রা বোলেরো পিকআপ যে কতটি শক্তিশালী তা এই ভিডিয়োতে স্পষ্ট’।