শুরু হল সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচেই কর্ণাটক বুলডোজার বেঙ্গল টাইগার্সকে ৮ উইকেটে হারাল। কিচ্ছা সুদীপের কর্ণাটক বুলডোজারের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় যিশু সেনগুপ্তের বেঙ্গল ওয়ারিয়র্স। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ৭৮ রান তোলে যিশুর বেঙ্গল ওয়ারিয়র্স। উদয় সিং ২০ বলে ২টি চার ও একটি ছয় হাঁকিয়ে ২৬ রান তুলে সর্বোচ্চ স্কোরার হন। অধিনায়ক জিমি ব্যানার্জি ১৭ বলে ৩টি চার ও একটি ছয় মেরে করেন ২৫ রান।
সময়ের অভাবে কর্ণাটকের জয়ের জন্য় পরিবর্তিত লক্ষ্য় দাঁড়ায় ৫৭ রানে। অধিনায়ক কিচ্চা সুদীপ এবং রাজীব হান্নুর ওপেনিং জুটি ইনিংস শুরু করে কর্ণাটক বুলডোজারের। শুরুতেই যীশু সেনগুপ্ত উইকেট নেওয়ায় বেঙ্গল টাইগার শিবিরে ক্ষীণ আশার আলো জাগে। কর্ণাটকের রাজীব হান্নু ১১ বলে ২৩ রান ও সুদীপ ১১ বলে ১৫ রান করেন। কর্ণাটক বুলডোজার ৬.৫ ওভারে মাত্র দু উইকেট হারিয়ে ৫৭ রান করে ম্যাচ জিতে নেয়।