AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

100 Days Work: বাংলার কপালে বরাদ্দ শূন্য, শেষ পর্যন্ত মানল কেন্দ্র?

100 Days Work: বাংলার কপালে বরাদ্দ শূন্য, শেষ পর্যন্ত মানল কেন্দ্র?

Jyotirmoy Karmokar

| Edited By: জয়দীপ দাস

Updated on: Dec 10, 2025 | 5:15 PM

Share

Central Government: সাম্প্রতিককালে একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। রাস্তায় আছড়ে পড়েছে বিক্ষোভ। একদিন আগে কোচবিহারের সভা থেকেও সুর চড়িয়েছিলেন মমতা। একইসঙ্গে কোন পথে বাংলা স্বনির্ভর হচ্ছে সেই পথও দেখান। তোপের পর তোপ দেগেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে।

১০০ দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য। মানল কেন্দ্রীয় সরকার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের প্রশ্নের উত্তরে সত্য সামনে আনল কেন্দ্র। বাংলা ছাড়া সব রাজ্যের বরাদ্দ বকেয়া মিটিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে এক টাকাও দেওয়া হয়নি বাংলাকে। নির্দেশিকা না মানায় বরাদ্দ বন্ধ। প্রশ্নের জবাবে জানাল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এদিকে সাম্প্রতিককালে একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। রাস্তায় আছড়ে পড়েছে বিক্ষোভ। একদিন আগে কোচবিহারের সভা থেকেও সুর চড়িয়েছিলেন মমতা। একইসঙ্গে কোন পথে বাংলা স্বনির্ভর হচ্ছে সেই পথও দেখান। তোপের পর তোপ দেগেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে।