AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Criminal Detection: অপরাধী ধরতে ডিএনএ আর চোখের স্ক্যান

Criminal Detection: অপরাধী ধরতে ডিএনএ আর চোখের স্ক্যান

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 12, 2023 | 7:22 PM

Share

PM Modi: এবার চোখের স্ক্যান করে অপরাধী ধরা হবে। কেন্দ্র সরকার আনছে অপরাধী দমনে এক বিশেষ প্রযুক্তি। দাগি অপরাধী ধরার জন্য দেশের ১৩০০টি থানায় চালু হচ্ছে এক বিশেষ প্রযুক্তি।

এবার চোখের স্ক্যান করে অপরাধী ধরা হবে। কেন্দ্র সরকার আনছে অপরাধী দমনে এক বিশেষ প্রযুক্তি। দাগি অপরাধী ধরার জন্য দেশের ১৩০০টি থানায় চালু হচ্ছে এক বিশেষ প্রযুক্তি। অভিযুক্তর হাতের আঙুলের ছাপ ও ডিএনএ ফেস ম্যাচিং সিস্টেম ব্যবহার করা হবে। করা হবে চোখের মনির স্ক্যান। অভিযুক্তর চোখের রেটিনা, শরীরের বিভিন্ন মাপজোখ ও জৈবিক নমুনা সংগ্রহ করা হবে। তার ফলেই ধরা পড়বে অপরাধী।

২০২২ এ কেন্দ্রীয় সংসদে পাস হয় ক্রিমিনাল প্রসিডিউর আইডেন্টিফিকেশন অ্যাক্ট। তারপর কেটে গেছে একটা বছর। অবশেষে এক বছর পর আইন কার্যকর হতে চলেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এই আইন প্রণয়ণের দায়িত্বে। ১৩০০টি থানায় আঙুলের নমুনা যোগান দেবে অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইটেমটিফিকেশন সিস্টেম। এই ডেটাবেসকে ফৌজদারি আইনের সঙ্গে যুক্ত করার চেষ্টা হচ্ছে।