Fake Sim Card: ভুয়ো সিমে ১০ লাখ ফাইন
Fraud Sim: সিম প্রতারণা রুখতে এবার কড়া কেন্দ্র। ভুয়ো সিম কার্ড ব্যবহার করে প্রতারণা বেড়েই চলেছে। প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকেই। একই সঙ্গে দেশের সুরক্ষার বিষয়ও জড়িত এর সঙ্গে। সিম কার্ড সংক্রান্ত প্রতারণা রুখতে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র।
সিম প্রতারণা রুখতে এবার কড়া কেন্দ্র। ভুয়ো সিম কার্ড ব্যবহার করে প্রতারণা বেড়েই চলেছে। প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকেই। একই সঙ্গে দেশের সুরক্ষার বিষয়ও জড়িত এর সঙ্গে। সিম কার্ড সংক্রান্ত প্রতারণা রুখতে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। পর্যাপ্ত ভাবে যাচাই করে তবেই সিম কার্ড ইস্যু করতে হবে স্টোর গুলিকে। বেনিয়ম করলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে। সিম বিক্রি করে যেসব দোকান তাদের টেলিকম সংস্থায় নথিভুক্ত হতে হবে। এর জন্য সময়সীমা ৩০ সেপ্টেম্বর। কাশ্মীর, অসম ও উত্তর পূর্বের রাজ্য গুলিতে সিম নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরও বাড়ানো হচ্ছে। সিম কার্ড বিক্রির সময়ে ক্রেতার পরিচয় গোপন করলে বা ভুয়ো পরিচয় পত্র দিলে বাড়বে বিপত্তি। এই ক্ষেত্রে ওই গ্রাহক সিম তো পাবেনই না উল্টে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। বিএসএনএল, ভোডাফন আইডিয়া, জিও এয়ারটেল সহ সব টেলিকম সংস্থাকে পাঠানো হয়েছে এই নির্দেশিকা।