Century Ply: সেঞ্চুরি প্লাইয়ের উদ্যোগ, ‘প্রাইড অফ বেঙ্গল’

Pride Of Bengal: সেঞ্চুরি প্লাইয়ের উদ্যোগ। প্রাইড অফ বেঙ্গল। বাংলার গর্ব যাঁরা তাঁদের সম্মান জানানোর অনুষ্ঠান। শহরের এক পাঁচতারা হোটেলে সাজো সাজো রব। সংস্থার কর্নধাররা ব্যস্ত অতিথি অভ্যাগতদের। সম্মান পেলেন রূপা গাঙ্গুলি, রোহিত রায়, মিমি এবং আরও অনেকে।

Century Ply: সেঞ্চুরি প্লাইয়ের উদ্যোগ, 'প্রাইড অফ বেঙ্গল'
| Edited By: | Updated on: May 24, 2023 | 4:18 PM

সেঞ্চুরি প্লাইয়ের উদ্যোগ। প্রাইড অফ বেঙ্গল। বাংলার গর্ব যাঁরা তাঁদের সম্মান জানানোর অনুষ্ঠান। শহরের এক পাঁচতারা হোটেলে সাজো সাজো রব। সংস্থার কর্নধাররা ব্যস্ত অতিথি অভ্যাগতদের। কারা কারা পেলেন সম্মান? সম্মান পেলেন রূপা গাঙ্গুলি, রোহিত রায়, মিমি এবং আরও অনেকে। সেঞ্চুরি প্লাইয়ের কর্ণধার কেশব ভজনকা জানান, এই অনুষ্ঠানে সেরা নির্বাচনের পদ্ধতি বেশ দীর্ঘ। মঞ্চে রূপা বললেন, “অনেক দেশ ঘুরেছি কিন্তু বাংলার মাটির টান অন্যরকম”। রোহিত রায়ও কৃতজ্ঞতা জানালেন বাংলার প্রতি। পরিষ্কার বাংলায় ব্রিটেনের প্রতিনিধি পিটার কুকও জানালেন বাংলার প্রতি অকৃত্রিম ভালবাসার কথা। মসৃণ পথ নয় বন্ধুর পথ পেড়িয়ে লড়াই করে সাফল্যের চূড়ায় পৌঁছন যাঁরা তাঁদের সম্মান জানিয়ে সম্মানিত হওয়া। অনুষ্ঠানের মূল সুর এটাই।

Follow Us: