TATA Group: টাটা গ্রুপে বড় রদবদল, ইস্তফা দিলেন সিইও তথা ম্য়ানেজিং ডিরেক্টর
টাটা কনসালটেন্সি সার্ভিসের সিইও তথা ম্য়ানেজিং ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন রাজেশ গোপীনাথন। বিগত ৬ বছর ধরে তিনি টিসিএসের সিইও ছিলেন। আরও ৪ বছর তাঁর এই পদে থাকার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট মেয়াদের ৪ বছর আগেই তিনি নিজের পদ থেকে ইস্তফা দিলেন।
টাটা গ্রুপে হঠাৎ বড় রদবদল। টাটা কনসালটেন্সি সার্ভিসের সিইও তথা ম্য়ানেজিং ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন রাজেশ গোপীনাথন। বিগত ৬ বছর ধরে তিনি টিসিএসের সিইও ছিলেন। আরও ৪ বছর তাঁর এই পদে থাকার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট মেয়াদের ৪ বছর আগেই তিনি নিজের পদ থেকে ইস্তফা দিলেন। তিনি জানিয়েছেন,এবার নিজের আগ্রহের বিষয় নিয়ে কাজ করতে চান। রাজেশ গোপীনাথনের উত্তরসূরী হিসাবে কে কৃতীবাসনকে নির্বাচন করা হয়েছে। ১৬ মার্চ থেকেই টাটা গ্রুপের সিইও-র দায়িত্ব গ্রহণ করেছেন। টিসিএসের বিবৃতিতে বলা হয়েছে, “বিগত ৩৪ বছর ধরে কৃতীবাসন বৈশ্বিক প্রযুক্তি ক্ষেত্রের অংশ। ১৯৮৯ সালে তিনি টাটা কনসালটেন্সি সার্ভিসে যোগ দেন তিনি। টিসিএসে এই দীর্ঘ কর্মজীবনে তিনি ডেলিভারি, কাস্টমার রিলেশনশিপ ম্য়ানেজমেন্ট, লার্জ প্রোগ্রাম ম্যানেজমেন্ট ও সেলস বিভাগের নেতৃত্ব দিয়েছেন।”
Latest Videos