Safe Drive Save Life: কুইজের মাধ্যমে ট্রাফিক আইন শিখল স্কুল পড়ুয়ারা

Safe Drive Save Life: কুইজের মাধ্যমে ট্রাফিক আইন শিখল স্কুল পড়ুয়ারা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 07, 2023 | 9:07 PM

SAFE DRIVE SAVE LIFE: শুধু বক্তৃতা শোনায় ছোটোদের অনিহা থাকে তাই কুইজের মাধ্যমে মজার ছলে ট্রাফিক আইন বোঝান পুলিশ আধিকারিকরা। কীভাবে পথ চলতে হয়,জেব্রা ক্রসিং কী,কোন সিগন্যালের কী ভূমিকা,জাতীয় সড়ক রাজ্য সড়কে কীভাবে গাড়ি চালানো উচিত, বিভিন্ন সিম্বল দেখিয়ে প্রশ্নোত্তর পর্ব চলে।

বেহালায় স্কুলের সামনে পথ দূর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে স্কুলে স্কুলে পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন শেখাতে উদ্যোগি চন্দননগর পুলিশ। চন্দননগর ট্রাফিক পুলিশের মাইক প্রচার চলছে ট্রাফিক আইন মেনে চলা বাইক চালানোর সময় হেলমেট পড়ার জন্যসচেতনতায়। পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন সম্বন্ধে সচেতন করা হচ্ছে। আজ চুঁচুড়া ও চন্দননগরের ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ তাঁর টিম নিয়ে হাজির হন চুঁচুড়া সুকান্ত নগর অনুকুল চন্দ্র স্কুলে।জিটি রোডের পাশে এই স্কুল হওয়ায় দূর্ঘটনার আশঙ্কা থেকে যায় সব সময়। তাই এই স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের পথ নিরাপত্তার পাঠ দেওয়া হয়।

শুধু বক্তৃতা শোনায় ছোটোদের অনিহা থাকে তাই কুইজের মাধ্যমে মজার ছলে ট্রাফিক আইন বোঝান পুলিশ আধিকারিকরা। কীভাবে পথ চলতে হয়,জেব্রা ক্রসিং কী,কোন সিগন্যালের কী ভূমিকা,জাতীয় সড়ক রাজ্য সড়কে কীভাবে গাড়ি চালানো উচিত, বিভিন্ন সিম্বল দেখিয়ে প্রশ্নোত্তর পর্ব চলে।

মজা করে কুইজের উত্তর দেয় পড়ুয়ারা। উত্তর সঠিক হলে মেলে পুরষ্কার।ট্রাফিক আইনের অনেক কিছু যা জানা ছিল না তা জেনে খুশি পড়ুয়া শিক্ষকরা। অনুকুল চন্দ্র স্কুলের প্রধান শিক্ষক হাসমত আলি বলেন,পুলিশের এই উদ্যোগ খুবই ভালো।বিশেষ করে বেহালার ঘটনার পর এই উদ্যোগ। আমাদেরও অনেক কিছু জানা ছিল না। চেষ্টা করব পড়ুয়াদের এই বিষয়ে সচেতন করতে।