Rubel Das Health Update: বাড়িতেই চলছে শুটিং, কেমন আছেন রুবেল?

Rubel Das Health Update: বাড়িতেই চলছে শুটিং, কেমন আছেন রুবেল?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 07, 2023 | 9:25 PM

বাড়ি থেকেই ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের শুটিং করছেন অভিনেতা রুবেল দাস। শুটিং সেটে পেয়েছিলেন চোট। তবে থেকেই বন্ধ চলাফেরা। তবে শীঘ্রই খোলা হবে পায়ের প্লাস্টার, তারপর চিকিৎসকের অনুমতি পেলে তবেই তিনি ফিরবেন শুটিং সেটে।

১০০ কোটিতে রকি-রানি
বর্তমানে রমরমিয়ে চলছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। বক্স অফিস আয় নিয়ে খানিক চিন্তার ভাঁজ করণ জোহরের কপালে থাকলেও ছবি, ১০ দিনে ঢুকে পড়ল ১০০ কোটির ক্লাবে। যদিও ছবির নির্মাণ খরচ ১৬০ কোটি, ফলে ছবি ২০০ কোটি আয় না করলে লাভের মুখ সেভাবে দেখতে পারবে না নির্মাতা সংস্থা।

বিক্রি হয়নি ‘স্টারডার্ম’
বর্তমানে নিজের ওয়েব সিরিজ পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত আরিয়ান খান। নাম ‘স্টারডার্ম’। তবে এখনও বিক্রি হয়নি এই সিরিজ। বিভিন্ন ওটিটি সংস্থার তরফ থেকে মোটা টাকার প্রস্তাব পেলেও আরিয়ান তা বিক্রি করতে নারাজ। আরিয়ানের কথায়, আগে সিরিজের কাজ শেষ হবে, তারপর বিক্রির চিন্তা।

দীপিকার উপদেশ
বিয়ে করে সুখী হওয়ার টিপস দিলেন দীপিকা পাড়ুকোন। সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বকেই এগিয়ে রাখলেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখলেন, বিয়ে করতে হলে সবসময় এক ভাল বন্ধুকেই করা উচিত। তাতে অনেক বেশি সুখে থাকা যায়।

ভাইরাল অক্ষয়ের নাচ
বন্ধুত্বের এ কেমন ছবি? সকলে যখন বন্ধুত্ব দিবসে বন্ধুদের সঙ্গে ছবি ভিডিয়ো দিতে ব্যস্ত, ঠিক তখনই অক্ষয় কুমার ঘর পরিষ্কার করার জিনিস নিয়ে বন্ধুদের সঙ্গে নাচে মশগুল। ভিডিয়ো পোস্ট হতেই হাসির রোল নেটপাড়ায়।

পরিচালকের আক্ষেপ
‘চোলি কে পিছে কেয়া হ্যায়’, গান নিয়ে আক্ষেপ ‘খলনায়ক’ ছবির পরিচালক সুভাষ ঘাইয়ের। ছবি ৩০ বছর পূর্ণ করল, তবে আজও তাঁর স্মৃতিতে তরতাজা এই গান নিয়ে বিদ্রূপ। এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই জানান, রাতারাতি এই গানকে দেওয়া হয়েছিল অশ্লীল তকমা, যা আজও চর্চায়। তবে তিনি বা তাঁর টিম এই গানকে Folk Song-এর রূপ দিতে চেয়েছিলেন। বদলে যা হয়েছিল, তাতে ভীষণ আঘাত পেয়েছিলেন বলেই জানিয়েছেন সুভাষ ঘাই।

কবে থেকে শুরু প্রধান?
সৌমিতৃষা কুণ্ডু প্রথম ছবি ‘প্রধান’। টলিউড সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করছেন তিনি। তবে আর বেশি অপেক্ষা নয়, কারণ অগস্ট মাসের শেষেই ফ্লোরে নামছে এই ছবি। প্রথমে কলকাতা, পরবর্তীতে উত্তরবঙ্গে শুটিং হবে ছবির বলেই জানান, সৌমিতৃষা।

কবে সেটে ফিরছেন রুবেল?
বাড়ি থেকেই ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের শুটিং করছেন অভিনেতা রুবেল দাস। শুটিং সেটে পেয়েছিলেন চোট। তবে থেকেই বন্ধ চলাফেরা। তবে শীঘ্রই খোলা হবে পায়ের প্লাস্টার, তারপর চিকিৎসকের অনুমতি পেলে তবেই তিনি ফিরবেন শুটিং সেটে।

এ কী করলেন তনুশ্রী
কাশীর বিশ্বনাথ ঘাটে স্নান করে অস্বস্তিতে তনুশ্রী দত্তা। ভিডিয়ো পোস্ট করতেই ভেসে এল নেটিজেনদের উপদেশ: এটা তো শ্মশান ঘাট, এটা সব থেকে দূষিত ঘাট, এখানে স্নান? কমেন্ট দেখে উত্তরও দিলেন তনুশ্রী। লিখলেন, “না জেনে করে ফেলেছি, তবে ঈশ্বরের আশীর্বাদে আমার এখনও কিছু হয়নি।”

রিমেক না-পসন্দ
শ্রেয়া ঘোষাল, একের পর এক জনপ্রিয় গান যাঁর ঝুলিতে, তাঁরই গলায় এবার আক্ষেপের সুর। রিমেক ট্রেন্ড তিনি মোটেও পছন্দ করেন না। নিজের গান প্রসঙ্গে বললেন, “আমার গান রিমেক না হলেই ভাল। আমি মেনে নিতে পারব না।”