Sagar News: মন্ত্রীর জামাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পোস্টারে ছয়লাপ
TMC: পোস্টার পড়ার এই ঘটনা বিরোধীদের অপপ্রচার বলে কটাক্ষ জোড়া ফুল শিবিরের। এমনকী রাতের অন্ধকারে এই পোস্টারিং নিয়ে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাইয়ের বিরুদ্ধে পোস্টার পড়ল। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার জামাই তথা সাগর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি স্বপন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে এই পোস্টারে। তাঁর এত সম্পত্তি কীভাবে হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি বেশ কিছু সম্পত্তির নথিও তুলে ধরা হয়েছে সেই পোস্টারে। এমনকী পোস্টারের নিচে লেখা রয়েছে ‘প্রচারে পুরনো তৃণমূল’।
আজ সকালে গঙ্গাসাগর গ্রামপঞ্চায়েতের শ্রীধাম বাজার, লাইট হাউস ও কালীবাজার এলাক বেশ কয়েকটি জায়গায় এমন পোস্টার দেখা গিয়েছে। সেই পোস্টারর ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই জোর আলোড়ন ছড়িয়েছে এলাকায়। বিজেপি নেতৃত্ব সরব হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই পোস্টার নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতা স্বপন প্রধানের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়েছে গেরুয়া শিবির।
পোস্টার পড়ার এই ঘটনা বিরোধীদের অপপ্রচার বলে কটাক্ষ জোড়া ফুল শিবিরের। এমনকী রাতের অন্ধকারে এই পোস্টারিং নিয়ে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে পোস্টারে তোলা দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা স্বপন প্রধান ফোনে জানান, ‘নোংরা রাজনীতি চলছে। রাজনীতিতে আসার আগে থেকে আমি ব্যবসা করি। আমার স্ত্রী চাকরি করেন। আমি বা আমার স্ত্রী কি ঋণ নিয়ে একখণ্ড জায়গা কিনতে পারি না। এমনকী আমার মায়ের দানের সম্পত্তি এই পোস্টারে তুলে ধরা হয়েছে। যেহেতু আমি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাই তাই আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।’