AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandannagar Russian Wife: চন্দননগরের রাশিয়ান বউয়ের বিরুদ্ধে লুক আউট জারি

Chandannagar Russian Wife: চন্দননগরের রাশিয়ান বউয়ের বিরুদ্ধে লুক আউট জারি

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Jul 17, 2025 | 7:37 PM

Share

স্ত্রী রাশিয়ান গুপ্তচর! চাঞ্চল্যকর এমনই এক অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুগলির চন্দননগরের সৈকত বসু। তাঁর দাবি, স্ত্রী ভিক্টোরিয়া জিগালিনা একজন রাশিয়ান গুপ্তচর এবং তিনি তাঁদের পাঁচ বছরের ছেলেকে নিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছেন। এরপরই সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার কড়া নির্দেশ দেয়—ভিক্টোরিয়ার বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করতে হবে, বাজেয়াপ্ত করতে হবে তাঁর পাসপোর্ট। পাশাপাশি, শিশুটিকে খুঁজে […]

স্ত্রী রাশিয়ান গুপ্তচর! চাঞ্চল্যকর এমনই এক অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুগলির চন্দননগরের সৈকত বসু। তাঁর দাবি, স্ত্রী ভিক্টোরিয়া জিগালিনা একজন রাশিয়ান গুপ্তচর এবং তিনি তাঁদের পাঁচ বছরের ছেলেকে নিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছেন। এরপরই সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার কড়া নির্দেশ দেয়—ভিক্টোরিয়ার বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করতে হবে, বাজেয়াপ্ত করতে হবে তাঁর পাসপোর্ট। পাশাপাশি, শিশুটিকে খুঁজে বের করে বাবার হাতে তুলে দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয় দিল্লির পুলিশ কমিশনারকে। এই মামলায় দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককেও, যাতে রুশ দূতাবাসের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করা যায়। বসু পরিবারের আশঙ্কা, গোটা বিষয়টির পেছনে কোনও বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। সুপ্রিম কোর্টের রায়ে এখন নতুন করে আশার আলো দেখছেন সৈকত বসু। সন্তানের নিরাপত্তা ও সত্য প্রকাশের দিকেই তাকিয়ে গোটা পরিবার।