Chandrabora Recovery News : এত বড় চন্দ্রবোড়া!
হাওড়ায় উদ্ধার হল একটি চন্দ্রবোড়া সাপ। বাগনান বাস স্ট্যান্ডের পিছনে মুরালীবাড়ে দেখা যায় এই সাপটিকে। দেবাশীষ মান্নার বাড়ির বাগানে এই বিষধর চন্দ্রবোড়া সাপটি জালে আটকে যায়। ৫ ফুটের চন্দ্রবোড়াটিকে উদ্ধার করেন পরিবেশ কর্মীরা। বিষধর সাপটিকে উদ্ধার করেন পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস।
হাওড়ায় উদ্ধার হল একটি চন্দ্রবোড়া সাপ। বাগনান বাস স্ট্যান্ডের পিছনে মুরালীবাড়ে দেখা যায় এই সাপটিকে। দেবাশীষ মান্নার বাড়ির বাগানে এই বিষধর চন্দ্রবোড়া সাপটি জালে আটকে যায়। ৫ ফুটের চন্দ্রবোড়াটিকে উদ্ধার করেন পরিবেশ কর্মীরা। বিষধর সাপটিকে উদ্ধার করেন পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস। চন্দ্রবোড়া বা রাসল’স ভাইপার বাংলার বিষধর সাপগুলির মধ্যে অন্যতম। ৫ ফুট লম্বা সাপটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। প্রতিবছরই বর্ষায় রাজ্যে সাপের কামড়ের সংখ্যা বাড়ে। মাঠে সাপ কৃষকের বন্ধু। ইঁদুর খেয়ে সাপ ধানের গোলা ভরিয়ে রাখে। সাপ উদ্ধারের সঙ্গে সঙ্গে সাপ সম্পর্কে এলাকার মানুষকে সচেতন করেন পরিবেশ কর্মীরা।
Latest Videos