রাস্তা তুমি কার? বিক্ষোভে বন্ধ হয়ে গেল কাজ
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজে রাজ্যের পথশ্রী ব্যানার লাগানোর অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল বিজেপি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মীয়মাণ রাস্তার কাজে রাজ্য সরকারের পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্পের ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকে। বিজেপির দাবি, গলসি চৌমাথা থেকে সামরা মোড় পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অর্থে নির্মিত হচ্ছে। অথচ কাজের শুরুতে প্রধানমন্ত্রীর প্রকল্পের ব্যানার ঢেকে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের ব্যানার লাগানো হয়েছে। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, "খোঁজ নিয়ে দেখছি। তারপর এই নিয়ে বলতে পারব।"
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজে রাজ্যের পথশ্রী ব্যানার লাগানোর অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল বিজেপি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মীয়মাণ রাস্তার কাজে রাজ্য সরকারের পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্পের ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকে। বিজেপির দাবি, গলসি চৌমাথা থেকে সামরা মোড় পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অর্থে নির্মিত হচ্ছে। অথচ কাজের শুরুতে প্রধানমন্ত্রীর প্রকল্পের ব্যানার ঢেকে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের ব্যানার লাগানো হয়েছে। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, “খোঁজ নিয়ে দেখছি। তারপর এই নিয়ে বলতে পারব।”
