Bhushan Kumar: যথোপযুক্ত প্রমাণের অভাবে ভূষণ কুমারকে ‘নির্দোষ’ ঘোষণা মুম্বই আদালতের

Bhushan Kumar: যথোপযুক্ত প্রমাণের অভাবে ভূষণ কুমারকে ‘নির্দোষ’ ঘোষণা মুম্বই আদালতের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 01, 2023 | 10:25 PM

Bhushan Kumar Case: প্রযোজনা সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক বছর ধরে ধর্ষণ করেছেন—বলিউডের নামজাদা ও প্রভাবশালী প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ তুলে ২০২১ সালে এফআইআর দায়ের করেছিলেন নির্যাতিতা। বছর দুয়েক পরে সেই মামলায় স্বস্তি পেলেন ভূষণ। যথোপযুক্ত প্রমাণের অভাবে তাঁকে ‘নির্দোষ’ ঘোষণা করেছে মুম্বই আদালত।

ভূষণ কুমার ‘নির্দোষ’
প্রযোজনা সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক বছর ধরে ধর্ষণ করেছেন—বলিউডের নামজাদা ও প্রভাবশালী প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ তুলে ২০২১ সালে এফআইআর দায়ের করেছিলেন নির্যাতিতা। বছর দুয়েক পরে সেই মামলায় স্বস্তি পেলেন ভূষণ। যথোপযুক্ত প্রমাণের অভাবে তাঁকে ‘নির্দোষ’ ঘোষণা করেছে মুম্বই আদালত।

বেবিমুনে অনুষ্কা
শেষ হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তাই স্বামী বিরাট কোহলির সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মা। রয়েছে তাঁদের একমাত্র সন্তান কন্যা ভামিকা। লন্ডনের বিভিন্ন রাস্তায় প্যারামবুলেটর নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে দেখছেন অনুষ্কা-বিরাটকে। এ দিকে, খবর রটেছে দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা। ফলে লন্ডনে তাঁদের এই ভ্রমণকে অনুষ্কার বেবিমুন-ও বলছেন অনেকে।

অনলাইনে ফাঁস ‘অ্যানিম্যাল’
১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে রয়েছে ভরপুর হিংসা। বাবা-ছেলের গল্প বলে ‘অ্যানিম্যাল’। অনুমান, ১০০০ কোটি টাকার ব্যবসা করবে এই ছবি। তবে মুক্তির পরপরই এইচডি ফরম্যাটে ফাঁস হয়েছে ছবি। তাতে মুখ ভার নির্মাতাদের।

স্টারকিডের ডেবিউ
আমির খানের প্রথম পক্ষের পুত্র জুনেইদ আনুষ্ঠানিকভাবে বলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই জুনেইদ-এর হাতে এসেছে দ্বিতীয় ছবির কাজ। জোর খবর, আমিরপুত্র নাকি সাই পল্লবীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। সংবাদ সংস্থা IANS সূত্রে খবর, ১ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু করেছেন জুনেইদ।

ইরফানের সঙ্গে প্রেম!
মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর ফের বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী পায়েল ঘোষের। দীর্ঘ দিন ইরফান পাঠানের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি, এমনটাই দাবি করেছেন পায়েল। তাঁর আরও দাবি, গৌতম গম্ভীর থেকে অক্ষয় কুমার… সবাই নাকি তাঁর সঙ্গে প্রেম করতে চাইতেন। শুধু তাই-ই নয়, ইরফানের সঙ্গে এক ঘনিষ্ঠ ছবিও শেয়ার করেছেন তিনি।

হতাশ স্বস্তিকা
কেরিয়ারের শুরুতে পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রেম ছিল তুঙ্গে। যদিও সেই প্রেম কেটে যায়। তবে পরমব্রত চট্টোপাধ্যায় সম্প্রতি সমাজকর্মী পিয়া চক্রবর্তীকে বিয়ে করায় পরমব্রতের অতীতের সম্পর্ক নিয়েও চলছে আলোচনা। তাতেই কিছুটা হতাশ স্বস্তিকা। তিনি বলেন, “১৫ বছর আগের প্রেমকেও টেনে আনল। যদিও আমার আর অবাক লাগে না।”

উচ্ছ্বসিত সন্দীপ্তা
আসন্ন ৭ ডিসেম্বর বিয়ে করছেন সন্দীপ্তা সেন। দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছেন অভিনেত্রী। যতদিন এগোচ্ছে, উত্তেজনার পারদ চড়ছে সন্দীপ্তার। হবু স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে সন্দীপ্তা লিখেছেন, “জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এরকমভাবে অপেক্ষা করব। সৌম্য মুখার্জি রেডি তো?”

কোন পথে অয়না
শেষ হয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালটি। সিরিয়ালের মুখ্য চরিত্র অয়না চট্টোপাধ্যায় লিলুয়ার একটি ইংরেজি মিডিয়াম স্কুলের ক্লাস ফাইভের ছাত্রী। সিরিয়াল চলাকালীন স্কুল কামাই হয়েছে টানা ৮ মাস। লেখাপড়ার বিস্তর ক্ষতিও হয়েছে। এখন ফের লেখাপড়ায় মন দিয়েছে অয়না। তার মা প্রান্তিকা চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভবিষ্যতে হয়তো অভিনয় আর লেখাপড়ার মধ্যে একটিকে বেছে নিতে হলে অয়না লেখাপড়াকেই বাছবে।

অদিতি দিলেন সুখবর
গত বৃহস্পতিবার কীর্তনশিল্পী তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী বিধাননগর পুরনিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে বাড়িতে হানা দেয় সিবিআই। তল্লাশি চলে অদিতি মুন্সীর স্টুডিয়োর ঠিকানায়ও। এরই মধ্যেই বিধানসভায় চিঠি দিয়ে অদিতি মুন্সী কিছু দিনের জন্য ছুটিও চেয়েছেন। এ সবের মধ্যেই অদিতি দিলেন এক সুখবর। কিছু দিন আগেও যে কারণে রীতিমতো হতাশ হয়ে পড়ছিলেন তিনি। সেই আশঙ্কার কালো মেঘ কেটে গিয়েছে। আজ অর্থাৎ, ১ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে তাঁর গানের স্টেজ শো।