Khatiya: দড়ির খাটের দাম ১ লক্ষ ২৭ হাজার টাকা
গ্রামে গঞ্জে খাটিয়া পেতে অভ্যর্থনা করা হত অতিথিকে। সহজে স্থানান্তরিত করা যায় । সহজ সরল গ্রাম্য জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ খাটিয়া । সম্প্রতি এক খাটিয়া যে দামে বিক্রি হল তা চোখ কপালে তুলবে। দড়ির খাটিয়া বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায় ।
গ্রামে গঞ্জে খাটিয়া পেতে অভ্যর্থনা করা হত অতিথিকে। সহজে স্থানান্তরিত করা যায় । সহজ সরল গ্রাম্য জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ খাটিয়া । সম্প্রতি এক খাটিয়া যে দামে বিক্রি হল তা চোখ কপালে তুলবে । দড়ির খাটিয়া বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায়। মার্কিন মুলুকের একটি ই-কমার্স সাইটে বিক্রি হচ্ছে এই খাটিয়া। লক্ষাধিক টাকার খাটিয়া নিয়ে জোর আলোচনা সোশ্যাল মিডিয়ায়। ইটসি ই-কমার্স সাইটে সুদৃশ্য এই খাটিয়া বিক্রি হচ্ছে ১,২৭,৭০৪টাকায় । সাদা কালো এই খাটিয়ার দাম ১,১৪,৯৩৪ টাকা। এই খাটিয়াটির দাম ১,১২,৩৮০ টাকা । আর পাটের দড়ি দিয়ে তৈরি এই খাটিয়ার দাম ১,১২,২৭৮ টাকা । খাটিয়ার পায়াতে সুন্দর কারুকার্য করা । কোনও খাটিয়ার পায়া সুদৃশ্য ধাতু দিয়ে বাঁধানো । কোনটা আবার চোখ ধাঁধানো রঙিন দড়ির বুননে তৈরি।
Latest Videos