আপনার নামে ক’টা Sim Card, Sanchar Saathi-তে গিয়ে দেখুন!
SIM Cards, Sanchar Saathi: কোনও ব্যক্তির নামে কতগুলো সিম কার্ড চালু রয়েছে, তা জানার জায়গা। অনেকের নামেই অজান্তে একাধিক সিমকার্ড চালু থাকে। সঞ্চার সাথী পোর্টালে সেটাও জানা যায়। তারপর আসে কোনও মোবাইল ফোন আসল নাকি নকল, তা জানার জায়গা।
শুধুমাত্র জালিয়াতি ঠেকানোর জন্য নয়, সঞ্চার সাথী পোর্টালে একাধিক বিষয়ে রিপোর্ট করা যায়। প্রতারণা বা জালিয়াতি, হারিয়ে ফেলা মোবাইল ব্লক করা, নিজের নামে কতগুলো সিম চলছে এমন ধরণের মোট ৬টি বিষয়ে জানতে সাহায্য করে এই সঞ্চার সাথী পোর্টাল।
Published on: Nov 29, 2025 06:07 PM
Latest Videos

