AC WATER REUSE: না ফেলে এই কাজে লাগান এসির জল
AC Water: এসির জল গাছে দেবার আগে কিছুক্ষণ ঢেকে রেখে ব্যবহার করুন। বাড়ি ঘর পরিষ্কার করার কাজে ব্যবহার করা যায় এসির জল। গাড়ি ধোয়ার কাজেও লাগাতে পারেন এই জল।
এয়ার কন্ডিশানারের থেকে অনেকটা জল রোজ অপচয় হয়ে যায়। সেই জল কি কোনও কাজে লাগানো যায়? কী এমন করা যায় যাতে এই জল অপচয়ও হয় না। আবার অন্য কাজেও লাগে? দেখা গেছে এসির আউটার ইউনিট থেকে বেরনো জলের টিডিএস ভ্যালু ৪০ থেকে ৮০। তাই এই জল অনেক কাজেই লাগানো যায়। বাগানের গাছে এই জল স্বচ্ছন্দে দেওয়া জেতে পারে। ইনডোর প্ল্যান্টে এই জল দিলে একটু পানীয় জল মিশিয়ে নেওয়া ভাল। গাছে দেবার আগে জলের পিএইচ মাত্রা পরীক্ষা করে নেবেন। পিএইচ অ্যাসিডিক হলে গাছের ক্ষতি হতে পারে। সাধারণত দূষণ যুক্ত এলাকায় এসির জল অ্যাসিডিক হয়। এসির জল গাছে দেবার আগে কিছুক্ষণ ঢেকে রেখে ব্যবহার করুন। বাড়ি ঘর পরিষ্কার করার কাজে ব্যবহার করা যায় এসির জল। গাড়ি ধোয়ার কাজেও লাগাতে পারেন এই জল। তবে এই জল কখনওই পান করা উচিত না। কয়েল থেকে সংগৃহীত এই জল মোটেই পরিশুদ্ধ নয় ।
Latest Videos