Google Street View: গুগল জানে বাড়ির নম্বর, কীভাবে ঢাকবেন?
গুগল স্ট্রিট ভিউ যেখানে সক্রিয় সেখানকার বাড়ি,গাড়ির নম্বর ও মানুষের মুখও চলে আসে। অনুমতি ছাড়া এই ছবি ব্যবহার আইনত অবৈধ। গুগল স্ট্রিট ভিউ প্রাইভেসি পলেসি ভাঙছে মনে হলে। যে কেউ তাঁর যে কোনও ছবি ব্লার করতেই পারেন। গুগল প্রাইভেসি পলেসি অনুযায়ী। কোনও ইউজার চাইলে নিজের বাড়ি, নেমপ্লেট বা অন্য তথ্য জন সমক্ষে আসা রুখতে পারেন
গুগল ম্যাপে গুগল স্ট্রিট ভিউ সেই এলাকার স্পষ্ট একটা ছবি দেখতে পায়। ইন্টারঅ্যাক্টিভ ৩৬০ ডিগ্রি ভিউয়ের সাহায্যে কোনও জায়গার সম্যক ধারনা পাওয়া যায়। কিন্তু এখানেই সমস্যার সৃষ্টি হচ্ছে। গুগল স্ট্রিট ভিউ যেখানে সক্রিয় সেখানকার বাড়ি,গাড়ির নম্বর ও মানুষের মুখও চলে আসে। অনুমতি ছাড়া এই ছবি ব্যবহার আইনত অবৈধ। গুগল স্ট্রিট ভিউ প্রাইভেসি পলেসি ভাঙছে মনে হলে। যে কেউ তাঁর যে কোনও ছবি ব্লার করতেই পারেন। গুগল প্রাইভেসি পলেসি অনুযায়ী। কোনও ইউজার চাইলে নিজের বাড়ি, নেমপ্লেট বা অন্য তথ্য জন সমক্ষে আসা রুখতে পারেন। কোন অংশ দেখাতে চান আর কোন অংশ ঢেকে রাখতে চান তা ইউজারের হাতেই। কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে আপনার ছবি ব্লার করবেন? একবার ব্লার হলে তা আর ঠিক করা যাবে না। তাই ভাল করে ভেবে তারপর খুলুন গুগল ম্যাপ। তিনটে ডটে ক্লিক করে রিপোর্ট অ্যা প্রবলেম অপশন বাছুন। বাড়ির নম্বর প্লেট বা অন্য কিছু যা দেখাতে না চান সেটায় কারসার নিয়ে যান। ক্যাপচা ও মেল আইডি জমা দিন। সাবমিট করুন।