Online Shoping Fraud: অনলাইন শপিং এ ঠকলে কী করবেন?
অনেক সময়ে অনলাইন কেনাকাটায় এক অর্ডারে অন্য জিনিস আসে। এমন ঘটনাও আছে ফোন অর্ডার করে কেউ সাবান পেয়েছেন। এই অবস্থায় কী করবেন? এই ভিডিয়োতে থাকছে বেশ কিছু টিপস যাতে সহজেই ফেরত দিতে পারবেন সেই জিনিসটি।
অনেক সময়ে অনলাইন কেনাকাটায় এক অর্ডারে অন্য জিনিস আসে। এমন ঘটনাও আছে ফোন অর্ডার করে কেউ সাবান পেয়েছেন। এই অবস্থায় কী করবেন? এই ভিডিয়োতে থাকছে বেশ কিছু টিপস যাতে সহজেই ফেরত দিতে পারবেন সেই জিনিসটি। পেয়ে যাবেন আপনার অর্ডার করা প্রডাক্ট। প্রথমেই যেটা করবেন। একদম আতঙ্কিত হবেন না। ওয়েবসাইটের ‘অর্ডার ডিটেইলস’ সেকশানে গিয়ে ‘রিটার্ন অর্ডার’ ক্লিক করুন। আপনার অভিযোগ জানান। প্রয়োজনে যা পেয়েছেন তার ছবি তুলে অ্যাটাচ করুন। এটা করার কয়েক দিনের মধ্যেই সেই সংস্থা টাকা ফেরত দেবে। অনলাইন কেনাকাটায় ঠকতে না চাইলে যা করবেন। বিশ্বস্ত ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন। প্রডাক্টের কাস্টমার রিভিউ চেক করুন। ওয়েব অ্যাড্রেস সিকিওর কিনা যাচাই করুন। অর্ডার ফেরত দেওয়া যাবে কিনা যাচাই করে নিন। ইউপিআই ছাড়া অন্য কোনও মোড বা লিঙ্কে পেমেন্ট করবেন না।
Latest Videos