Mithun Chakraborty Health Update: ছোট বলে আমাকে কেউ নিয়ে যায়নি: অনুমেঘা মিনি কাহালি

Mithun Chakraborty Health Update: ছোট বলে আমাকে কেউ নিয়ে যায়নি: অনুমেঘা মিনি কাহালি

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Feb 12, 2024 | 8:50 PM

২০২৩ সালের ২২ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি 'কাবুলিওয়ালা'-য় মিনির চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী অনুমেঘা কাহালি। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখা যায় কাবুলিওয়ালার চরিত্রে। সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন। সোমবার ছাড়া পেয়েছেন তিনি। 'মিনি' অনুমেঘাকে 'কাবুলিওয়ালা' মিঠুনের সঙ্গে হাসপাতালে দেখা করাতে নিয়ে যাননি কেউ। তাই নিয়ে মন খারাপ হয় অনুমেঘার। বলেছে, "ছোট বলে আমাকে কেউ নিয়ে যায়নি, জানো…"

বাড়ি ফিরলেন মিঠুন
অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। ছাড়া পেয়েই সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা গেল তাঁকে। বেশ খোশমেজাজেই নিজের ‘ওভার ইটিং’ (over eating) অর্থাৎ অতিরিক্ত খাওয়া নিয়ে মন্তব্য করতে দেখা গেল তাঁকে। একই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক বার্তাও দিলেন তিনি।

মন খারাপ অনুমেঘার
২০২৩ সালের ২২ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘কাবুলিওয়ালা’-য় মিনির চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী অনুমেঘা কাহালি। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখা যায় কাবুলিওয়ালার চরিত্রে। সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন। সোমবার ছাড়া পেয়েছেন তিনি। ‘মিনি’ অনুমেঘাকে ‘কাবুলিওয়ালা’ মিঠুনের সঙ্গে হাসপাতালে দেখা করাতে নিয়ে যাননি কেউ। তাই নিয়ে মন খারাপ হয় অনুমেঘার। বলেছে, “ছোট বলে আমাকে কেউ নিয়ে যায়নি, জানো…”

অমিতাভের বাড়ির রাম মন্দির
অযোধ্যার রামমন্দিরে অমিতাভ বচ্চনকে দু’বার উপস্থিত হতে দেখা যায়। তবে জানেন কি তাঁর নিজের বাড়ি ‘জলসা’তেও রয়েছে রামমন্দির? এবার সেই ছবি এল সামনে। সোশ্যাল মিডিয়ায় সোমবার সকাল-সকাল সেই মন্দিরে পুজো দেওয়ার ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন বিগ বি।

ফের বিয়ে আরশাদের
মুন্নাভাইয়ের সার্কিটকে কে না চেনেন? সার্কিট অর্থাৎ আরশাদ ওয়ারসি। পঁচিশ বছর পর তিনি বিয়ে করলেন আবারও। কী ভাবছেন দ্বিতীয়বার? একেবারেই নয়, স্ত্রী মারিয়া গোরেত্তিকে ১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি সামাজিক বিয়ে করলেও আইনি বিয়েটা করেননি আরশাদ। পঁচিশ বছর পর সেই কাজটাই সেরে নিলেন তিনি।

কার ছবি থাকে সইফের মানিব্যাগে?
২০০৪ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে সইফ আলি খান এবং তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের। কন্যা সারা এবং পুত্র ইব্রাহিমকে নিয়ে চলে যান অমৃতা। সেই থেকে সইফের মানিব্যাগে রয়েছে ইব্রাহিমের ছবি। সেই জায়গা আজ পর্যন্ত কেউ নিতে পারেনি সইফের জীবনের। এমনকী, তাঁর বর্তমান স্ত্রী করিনা, দুই পুত্র তৈমুর-জেহ, কিংবা বাবা মনসুর আলি খান কিংবা মা শর্মিলা ঠাকুরও।

ট্রোল্ড আমিশা
একটা দীর্ঘ সময় ধরে পর্দায় ছিলেন না আমিশা প্যাটেল। তবে ‘গদর ২’ ছবির ক্যামব্যাক পাল্টে দিয়েছে সমস্ত সমীকরণ। প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল তাঁর পারফরম্যান্স। তবে কয়েক মাস যেতে না-যেতেই যে কে সেই। আবারও বয়স, রূপ ও খোলামেলা পোশাক নিয়ে কটাক্ষে আমিশা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ছড়িয়ে পড়তেই নেটিজ়েনদের কটাক্ষ: এই বয়সে এসব পরছেন?

ভক্তকে মারলেন আদিত্য
ভক্তের সঙ্গে এ কী ব্যবহার! চূড়ান্ত সমালোচিত উদিত নারায়ণের একমাত্র ছেলে আদিত্য নারায়ণ। সম্প্রতি এক স্টেজ শো ছিল তাঁর। সেখানেই এক ভক্ত সেলফি তুলতে চান তাঁর কাছে। সেলফি তো দূর, সেই ভক্তের হাতে মাইক দিয়ে মেরে ফোন ছুড়ে ফেলে দেন তিনি!

‘দমবন্ধ লাগছিল’
পায়ে চোট পেয়ে টানা ১০ দিন অসুস্থ অবস্থায় গৃহবন্দী ছিলেন সৌমিতৃষা কুণ্ডু। তবে এখন অনেকটাই ভাল আছেন। প্রথম ছবির সাকসেস পার্টিতে এসে আসতে পেরে খুশি সৌমি। বললেন, “অনেক যন্ত্রণা সহ্য করেছি। এতদিন বাড়িতে থাকতে দমবন্ধ লাগছিল, এখন আমি ভাল আছি, বেরতে পেরে শান্তি হল।”

ক্যামিওতে তিয়াসা
কেরিয়ারের শুরু থেকেই লিড চরিত্রে অভিনয় করছেন তিয়াসা লেপচা। ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে আগমন ঘটেছে রানি ভবানীর—চরিত্রটি ক্যামিও। তিয়াসা বলেছেন, “এই চরিত্রটা আমি প্রথমে করতে রাজি ছিলাম না। কিছুদিনের জন্যই আমাকে পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকে। তাই প্রথমে অরাজি ছিলাম। জানতাম না চরিত্রের গুরুত্ব। তবে যখন দেখলাম চরিত্রটি এক রানির, রাজি হয়ে যাই। রানি সাজতে কে না ভালবাসেন? আমারও অনেকদিনের ইচ্ছা ছিল…”