China on Nicolas Maduro: মাদুরোর অপহরণের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়

|

Jan 05, 2026 | 12:14 AM

Nicolas Maduro: ইতিমধ্য়েই এই ঘটনায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। খোদ ট্রাম্পের দেশেই দফায় দফায় চলেছে আন্দোলন। এই ঘটনায় মুখ খুলেছে চিন-রাশিয়াও। শনিবার বেজিং ভেনেজুয়েলায় হওয়া এই কর্মকান্ডকে সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছে। পাশাপাশি, বেজিংয়ের মতে, এই ঘটনা শক্তির নগ্ন ব্যবহার।

ওয়াশিংটন: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে নিয়ে গিয়েছে সেনা। আপাতত নিউ ইয়র্কের জেলে বন্দি রাখা হয়েছে এই দু’জনকে। মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলেছে ট্রাম্পের প্রশাসন।

ইতিমধ্য়েই এই ঘটনায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। খোদ ট্রাম্পের দেশেই দফায় দফায় চলেছে আন্দোলন। এই ঘটনায় মুখ খুলেছে চিন-রাশিয়াও। শনিবার বেজিং ভেনেজুয়েলায় হওয়া এই কর্মকান্ডকে সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছে। পাশাপাশি, বেজিংয়ের মতে, এই ঘটনা শক্তির নগ্ন ব্যবহার।

Published on: Jan 05, 2026 12:14 AM