AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China Child Care Subsidy: সন্তানের জন্ম দিলেই ১ লাখ ১৫ হাজার বোনাস

China Child Care Subsidy: সন্তানের জন্ম দিলেই ১ লাখ ১৫ হাজার বোনাস

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 05, 2023 | 2:13 PM

Share

সন্তানের বাবা বা মা হলেই মিলবে ১,১৫,০০০ টাকার বোনাস। চিনের একটি অনলাইন ট্র্যাভেল এজেন্সি ট্রিপ ডট কম তাদের কর্মীদের দিচ্ছে এই বোনাস।

এবার সন্তানের বাবা বা মা হলেই মিলবে ১,১৫,০০০ টাকার বোনাস। চিনের একটি অনলাইন ট্র্যাভেল এজেন্সি ট্রিপ ডট কম তাদের কর্মীদের দিচ্ছে এই বোনাস। ওই সংস্থার কর্মী সংখ্যা ৩২ হাজার। তার মধ্যে যারা ৩ বছরের বেশি কর্মরত তাঁরা পাবেন এই সুযোগ। শিশুর জন্মের ৫ বছর পর্যন্ত পাওয়া যাবে এই বোনাস। চাইল্ড কেয়ার সাবসিডি নামের এই বোনাসের কারণ। চিনের জনসংখ্যা শেষ কবছর ধরে কমছে। গত বছর চিনে জন্মের হার ছিল ৬.৭৭%। ১৯৪৯ এর পর এই হার সর্বনিম্ন। চিনা ট্র্যাভেল এজেন্সি এই খাতে খরচ করছে ১৩ কোটি ৮০ লক্ষ টাকা। চিনে জন্মহার বেশি ছিল বলে এক সন্তান নীতি নেয় চিন। তাতে জনসংখ্যা কমে বলে বিশেষজ্ঞদের ধারণা। ২০১৫ এ শি জিনপিং ক্ষমতায় আসার পর দুই শিশু নীতি নেয় চিনা সরকার। তাও ২০১৬ এ জন্মহার কমে যায়। ট্রিপ ডট কম এর আগে কর্মীদের সন্তান জন্মে উৎসাহ দিতে মধুচন্দ্রিমার জন্য এক মাস ছুটি দেয়।