China: পরমাণু পরীক্ষার প্রস্তুতি চিনের? জাপানের রাষ্ট্রদূতকে ডেকে কড়া সতর্কবার্তা
এমনকী জাপানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে কূটনৈতিক সতর্কতাও দিয়েছে। বলা হয়েছে, যদি জাপানকে চিনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হয় তাহলে তাঁকে (জাপানের প্রধানমন্ত্রী) সকলের সামনে থেকে তাঁর দেওয়া বয়ান তুলে নিতে হবে।
তাইওয়ান নিয়ে জাপানের সঙ্গে সংঘাতে চিন। জাপানের সঙ্গে সংঘাতের আবহে পরমাণু পরীক্ষার প্রস্তুতি চিনের? এখন চিনা নাগরিকদের জাপানে না যাওয়ার নির্দেশ শি জিংপিংয়ের। মূলত জাপানের নতুন প্রধানমন্ত্রী কয়েকদিন আগে তাইওয়ান প্রসঙ্গে এমন কিছু মন্তব্য করেছিলেন যা চিন খুবই গুরুত্বের সঙ্গে বিচার করেছে। এরপরই গ্লোবাল টাইমসে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে জাপানকে। এমনকী জাপানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে কূটনৈতিক সতর্কতাও দিয়েছে। বলা হয়েছে, যদি জাপানকে চিনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হয় তাহলে তাঁকে (জাপানের প্রধানমন্ত্রী) সকলের সামনে থেকে তাঁর দেওয়া বয়ান তুলে নিতে হবে।
Published on: Nov 15, 2025 07:24 PM

