Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chinese Beauty Tips: চিনা রূপ রহস্য

Chinese Beauty Tips: চিনা রূপ রহস্য

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 02, 2023 | 3:41 PM

সৌন্দর্য বজায় রাখতে কে না চায়? এ বিষয়ে চিনারা বেশ কিছু টোটকা ব্যবহার করেন। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে চিনা মহিলারা মুক্তো গুঁড়ো দিয়ে ফেস প্যাক লাগান। ডিমের সাদা, মধু ও মুক্তো গুঁড়ো মিশিয়ে তৈরি এই প্যাক। ১০ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে নিলেই ঝকঝকে তরতাজা ত্বক।

সৌন্দর্য বজায় রাখতে কে না চায়? এ বিষয়ে চিনারা বেশ কিছু টোটকা ব্যবহার করেন। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে চিনা মহিলারা মুক্তো গুঁড়ো দিয়ে ফেস প্যাক লাগান। ডিমের সাদা, মধু ও মুক্তো গুঁড়ো মিশিয়ে তৈরি এই প্যাক। ১০ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে নিলেই ঝকঝকে তরতাজা ত্বক। এছাড়াও পুদিনা পাতার ফেস প্যাক ব্যবহার করেন চিনারা। একমুঠো পুদিনা পাটা জল দিয়ে বেটে প্যাঁক বানিয়ে মুখে লাগান। ১০ মিনিট পরে পরিষ্কার জলে মুখ ধুয়ে নিলেই জেল্লাদার হবে ত্বক। ত্বকের রূপটানে চিনারা চাল ব্যবহার করেন। জলে চাল ভিজিয়ে ভাল করে ধুয়ে নিন। ছেঁকে নিন সেই জল। সারারাত ফ্রিজে রাখুন ওই জল। সকালে কটন বল দিয়ে মুখে লাগান। তৈরি প্রাকৃতিক টোনার। ত্বকের যৌবন ধরে রাখতে গ্রিন টি পান করেন চিনা মহিলারা। গ্রিন টি বয়স ধরে রাখে। গ্রিন টির অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের যৌবন ও জেল্লা ফেরায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিরাতে ঘুমনোর আগে বিশেষ রোলার দিয়ে মাসাজ করেন চিনা মহিলারা। ১০ মিনিটের রোলার মাসাজ ত্বক ভাল রাখে।