Chinsurah News: ভবঘুরের মত ঘুরছিলেন, তারপর…

তারা ওই বৃদ্ধার সাথে কথা বলে জানতে পারেন তিনি বয়সের ভারে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। বৃদ্ধার কথায় কিছুটা অসংগতি রয়েছে। এরপরই তারা খবর দেয় চুঁচুড়া থানায়। রবিবার বিকেলে চুঁচুড়া থানা স্থানীয় চুঁচুড়া আরোগ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সদস্যাদের নিয়ে পৌঁছান চকবাজারে। বৃদ্ধাকে আনা হয় চুঁচুড়া আরোগ্যতে।

Chinsurah News: ভবঘুরের মত ঘুরছিলেন, তারপর...
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 2:57 PM

হারিয়ে যাওয়া বৃদ্ধাকে ঘরে ফেরাল চুঁচুড়া আরোগ্য। রবিবার সকাল থেকে চুঁচুড়া চকবাজার এলাকায় এক বৃদ্ধাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারা ওই বৃদ্ধার সাথে কথা বলে জানতে পারেন তিনি বয়সের ভারে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। বৃদ্ধার কথায় কিছুটা অসংগতি রয়েছে। এরপরই তারা খবর দেয় চুঁচুড়া থানায়। রবিবার বিকেলে চুঁচুড়া থানা স্থানীয় চুঁচুড়া আরোগ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সদস্যাদের নিয়ে পৌঁছান চকবাজারে। বৃদ্ধাকে আনা হয় চুঁচুড়া আরোগ্যতে। সেখানেই সুশ্রুষা করার পর তার থাকার ব্যবস্থা করা হয়। বৃদ্ধার সাথে কথা বলে জানা যায় তাঁর বাড়ি বিহারের বেলহার থানার ধৌরি গ্রামে। বৃদ্ধার নাম শকুন্তলা দেবী (৮০)। এরপরই চুঁচুড়া আরোগ্যর তরফে যোগাযোগ করা হয় বেলহার থানায়। থানার অফিসার খবর দেয় বৃদ্ধার গ্রামের বাড়িতে। সেখান থেকে খবর দেওয়া হয় দুর্গাপুরের মামরায় মেয়ের বাড়িতে। বৃদ্ধার মেয়ে সরিতা দেবী খবর পাওয়া মাত্রই যোগাযোগ করেন চুঁচুড়া আরোগ্যতে। সোমবার দুপুরে চুঁচুড়া আরোগ্যর অফিসে এসে পৌঁছান সরিতা দেবী। মাকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ে মেয়ে। সেখান থেকে মাকে বাড়িতে নিয়ে যান সরিতা দেবী। চুঁচুড়া আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন, গত মঙ্গলবার ছেলে বিশ্বাস সিং এর সাথে জেশিডি স্টেশন থেকে ট্রেনে চেপে দুর্গাপুরে তার মেয়ের বাড়িতে আসছিলো বৃদ্ধা। সীতারামপুর স্টেশনে ট্রেন বদলানোর জন্য ছেলে ট্রেন থেকে নেমে গেলেও নামতে পারেননি শকুন্তলা দেবী। ট্রেন থেকে পরেও যায় ওই বৃদ্ধা। হাতে চোটের দাগ ও রয়েছে। এরপরই তিনি এদিক ওদিক ঘুরতে ঘুরতে এসে পৌছায় চুঁচুড়া চকবাজার এলাকায়। স্থানীয় বাসিন্দারা এরপর চুঁচুড়া আরোগ্যর হাতে তুলে দেয়। তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের ফেলে রেখে চলে যায় তার ছেলে মেয়েরা। কিন্তু এক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। বৃদ্ধা ট্রেন থেকে নামতে না পেরে হারিয়ে যায়। পরিবারের লোক জন জানা মাত্রই ছুটে আসে তাঁকে নিতে। মাকে দেখে কান্নায় ভেঙে পরে মেয়ে। এখনও সব ছেলে মেয়েরা অমানুষ হয়ে যায়নি। মাকে ফিরে পেয়ে সরিতা দেবী বলেন, তার বাড়িতে আসার জন্যই গ্রামের বাড়ি থেকে রওনা দিয়েছিলো তার মা ও দাদা। এরপরই তিনি খবর পান মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সীতারামপুর, অন্ডাল, জেশিডি একাধিক স্টেশনে খোজাখুজি শুরু করে তারা। অবশেষে সোমবার সকালে খবর পান তাঁদের মা রয়েছেন চুঁচুড়া আরোগ্যতে। এরপরই দুপুরে এসে পৌছায় আরোগ্যতে। বৃদ্ধাকে ফিরে পেয়ে খুশি তার পরিবার।

Follow Us: